Cyclone Dana: ২৩-২৫ অক্টোবর ঘূর্ণিঝড় দানার দাপটে বাতিল হচ্ছে ১৫০টি ট্রেন, দিঘায় শুরু জলোচ্ছ্বাস

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও ওড়িশার পুরীর মধ্যে কোনও স্থানে। দানা- মোকাবিলায় তৎপর রাজ্য প্রশাসন।

 

Saborni Mitra | Published : Oct 22, 2024 4:39 PM IST / Updated: Oct 22 2024, 10:10 PM IST
110
ঘূর্ণিঝড় দানা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও ওড়িশার পুরীর মধ্যে কোনও স্থানে।

210
ঘূর্ণিঝড়ের গতিবেগ

আলিপুর হাওয়া অফিসের মত ল্যান্ডফলের সময ঘূর্ণিঝড় দানার গতিবেগ থাকবে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

310
উত্তাল দিঘার সমুদ্র

ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। মঙ্গলবার জোয়ারের সময় দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাসও হয়। তা দেখতে হাজির ছিল প্রচুর পর্যটক।

410
দুর্ঘটনার আশঙ্কা

উত্তাল দিঘার সমুদ্র। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন। সমুদ্রের ধার ঘিরে দেওয়া হয় দড়ি দিয়ে। পাশপাশি শুরু হয়েছে মাইকিং।

510
তৎপর দক্ষিণ ২৪পরগনার প্রশাসন

একই অবস্থায় সাগর , সুন্দরমন, নামখানা, বকখালি এলাকায়। জল বাড়ছে নদী আর সাগরে। সতর্ক করতে শুরু করেছে প্রশাসন।

610
বাতিল ট্রেন

ঘুর্ণিঝড়ের কারণে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। তবে ভারতীয় রেল কর্তৃপক্ষ লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে পারে।

710
২৩-২৫ বাতিল দূরপাল্লার ট্রেন

রেল সূত্রের খবর ঘুর্ণিঝড়ের কারণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাতিল হতে পারে একাধিক দূরপাল্লার ট্রেন। খড়্গপুর ডিভিশন দিয়ে যাওয়া ট্রেনগুলি মূলত বাতিল করা হচ্ছে।

810
বাতিল ট্রেনের সংখ্যা

রেল সূত্রের খবর দক্ষিণপূর্ব রেলের বাতিল ট্রেনের সংখ্যা ১৫১টি। যারমধ্যে ৮০টি ট্রেন এই রাজ্য দিয়ে চলাচল করে।

910
বন্ধ স্কুল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামিকাল অর্থাৎ ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত রাজ্যের ৯টি জেলার সবকটি স্কুল বন্ধ থাকবে।

1010
বন্ধ থাকবে

রাজ্য প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ফেরি চলাচল বন্ধ রাখা হবে দুর্যোগের সময়। দুর্যোগের আশঙ্কা কাটার পরই চালু হবে ফেরি চলাচল।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos