ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শিয়ালদা ডিভিশনে ১৪ ঘণ্টা বন্ধ সব লোকাল ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। এই ঘূর্ণিঝড়ের ফলে যাতে ক্ষয়ক্ষতি এড়ানো যায়, সেই চেষ্টা শুরু করেছে রেল।

ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাব যাতে কোনও ক্ষয়ক্ষতি না হয়, সেটা নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদা ডিভিশনে সব লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকছে। বুধবার এই ঘোষণা করেছে পূর্ব রেল। পরিস্থিতি স্বাভাবিক থাকলে শুক্রবার সকাল ১০টার পর শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেন পরিষেবা ফের চালু হতে পারে। রেল লাইনে গাছ পড়ে থাকলে, প্যান্টোগ্রাফ ছিঁড়ে গেলে, বৈদ্যুতিক তারের উপর গাছের ডাল পড়ে থাকলে অবশ্য পরিস্থিতি আলাদা। সেক্ষেত্রে লোকাল ট্রেন পরিষেবা চালু হতে দেরি হবে। শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখার পাশাপাশি উত্তর শাখাতেও ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাব পড়তে পারে। নামখানা, হাসনাবাদ শাখায় ঘূর্ণিঝড়ের ফলে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এই দুই শাখায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা স্বাভাবিক। কিন্তু পূর্ব রেল কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না। এই কারণে শিয়ালদা ডিভিশনের সব শাখাতেই লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।

সতর্ক পূর্ব রেল

Latest Videos

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আটটার পর শিয়ালদা স্টেশন থেকে কোনও শাখারই লোকাল ট্রেন ছাড়বে না। শিয়ালদা মেইন, শিয়ালদা নর্থ ও শিয়ালদা সাউথ শাখার যাত্রীদের আটটার আগেই স্টেশনে পৌঁছে ট্রেন ধরতে হবে। শিয়ালদা ডিভিশনের সব প্রান্তিক স্টেশন থেকে বৃহস্পতিবার সন্ধে সাতটার মধ্যে শেষ লোকাল ট্রেন ছাড়বে। তারপর আর শুক্রবার সকাল পর্যন্ত শিয়ালদা স্টেশনে পৌঁছনোর জন্য কোনও লোকাল ট্রেন পাওয়া যাবে না। ফলে যাত্রীদের সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

১৬০-এর বেশি লোকাল ট্রেন বাতিল

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকাল মিলিয়ে শিয়ালদা ডিভিশনে অন্তত ১৬০ লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় যাতে কোনও লোকাল ট্রেন না চলে, সেটাই নিশ্চিত করতে চাইছে পূর্ব রেল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা, ব্যানার খোলার পাশাপাশি লোডশেডিং রুখতেও পদক্ষেপ

দুয়ারে দানা! অন্ধ্রের থেকে মুখ ঘুড়িয়ে দীঘার কাছেই হতে পারে ল্যান্ডফল! ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজ্য জুড়ে বাড়ছে আতঙ্ক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today