Cyclone Dana: ঘূর্ণিঝড় দানা থেকে সাবধান! হাওয়া অফিসের সতর্কতাগুলি মেনে চলুন

আরও শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। এই অবস্থায় কী কী করবেন আর কী কী করবেন না- সতর্কতা জরি করল আলিপু হাওয়া অফিস।

 

Saborni Mitra | Published : Oct 24, 2024 4:48 PM / Updated: Oct 24 2024, 06:21 PM IST
110
ঘূর্ণিঝড় দানা

দ্রুত গতিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সাগরদ্বীপ থেকে মাত্র ৩১০ কিলোমিটার দূরে।

210
ল্যান্ডফল

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতেই ল্যান্ডফল করতে পারে দানা। সেই সময় ধড়ের গতি থাকবে ১০০ কিলোমিটার প্রতিঘণ্টা। সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার।

310
আলিপুর হাওয়া অফিসের সতর্কতা

ঝড়ের সময় কী কী করবেন আর করবেন না- তাই নিয়ে সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস।

410
ভাঙতে পারে গাছ

দানার দাপটে ভাঙতে পারে গাছ, শুকনো ডাল। দমকা হাওয়া ক্ষতি করতে পরে কলা, পেঁপে গাছ। দুর্বল গাছও ভেঙে পড়তে পারে।

510
ক্ষতি টালি ও মাটির বাড়ি

প্রবল ঝড় ও বৃষ্টির কারণ মটির ও টালির বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।

610
বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঘূর্ণিঝড় দানার কারণে বিদ্য়ুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই প্রস্তুত থাকা বা ব্যাকআপ রাখার নির্দেশ দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

710
ডুবতে পরে নিচু

ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে যেতে পারে নিচু এলাকা। শহরের নিচু এলাকা থেকেও সাধারণ মানুষদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

810
ধানের ক্ষতি

আলিপুর হাওয়া জনিয়েছে প্রবল ঝড় ও বৃষ্টির কারণে ক্ষতি হতে পরে কাঁচা ও পাকা ধানের।

910
ঝড়ের সময়

ঝড়ের সময় খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বার হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় থাকা জরুরি।

1010
শক্তি হারাবে

ঘূর্ণিঝড় দানা শুক্রবার বিকেল থেকেই শক্তি হারাবে। পরিণত হবে নিম্নচাপে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos