আরও শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। এই অবস্থায় কী কী করবেন আর কী কী করবেন না- সতর্কতা জরি করল আলিপু হাওয়া অফিস।
Saborni Mitra | Published : Oct 24, 2024 4:48 PM / Updated: Oct 24 2024, 06:21 PM IST
ঘূর্ণিঝড় দানা
দ্রুত গতিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সাগরদ্বীপ থেকে মাত্র ৩১০ কিলোমিটার দূরে।
ল্যান্ডফল
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতেই ল্যান্ডফল করতে পারে দানা। সেই সময় ধড়ের গতি থাকবে ১০০ কিলোমিটার প্রতিঘণ্টা। সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার।
আলিপুর হাওয়া অফিসের সতর্কতা
ঝড়ের সময় কী কী করবেন আর করবেন না- তাই নিয়ে সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস।
ভাঙতে পারে গাছ
দানার দাপটে ভাঙতে পারে গাছ, শুকনো ডাল। দমকা হাওয়া ক্ষতি করতে পরে কলা, পেঁপে গাছ। দুর্বল গাছও ভেঙে পড়তে পারে।
ক্ষতি টালি ও মাটির বাড়ি
প্রবল ঝড় ও বৃষ্টির কারণ মটির ও টালির বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন
ঘূর্ণিঝড় দানার কারণে বিদ্য়ুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই প্রস্তুত থাকা বা ব্যাকআপ রাখার নির্দেশ দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
ডুবতে পরে নিচু
ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে যেতে পারে নিচু এলাকা। শহরের নিচু এলাকা থেকেও সাধারণ মানুষদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধানের ক্ষতি
আলিপুর হাওয়া জনিয়েছে প্রবল ঝড় ও বৃষ্টির কারণে ক্ষতি হতে পরে কাঁচা ও পাকা ধানের।
ঝড়ের সময়
ঝড়ের সময় খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বার হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় থাকা জরুরি।
শক্তি হারাবে
ঘূর্ণিঝড় দানা শুক্রবার বিকেল থেকেই শক্তি হারাবে। পরিণত হবে নিম্নচাপে।