দ্রুত গতিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সাগরদ্বীপ থেকে মাত্র ৩১০ কিলোমিটার দূরে।
210
ল্যান্ডফল
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতেই ল্যান্ডফল করতে পারে দানা। সেই সময় ধড়ের গতি থাকবে ১০০ কিলোমিটার প্রতিঘণ্টা। সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার।
310
আলিপুর হাওয়া অফিসের সতর্কতা
ঝড়ের সময় কী কী করবেন আর করবেন না- তাই নিয়ে সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস।
410
ভাঙতে পারে গাছ
দানার দাপটে ভাঙতে পারে গাছ, শুকনো ডাল। দমকা হাওয়া ক্ষতি করতে পরে কলা, পেঁপে গাছ। দুর্বল গাছও ভেঙে পড়তে পারে।
510
ক্ষতি টালি ও মাটির বাড়ি
প্রবল ঝড় ও বৃষ্টির কারণ মটির ও টালির বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।
610
বিদ্যুৎ বিচ্ছিন্ন
ঘূর্ণিঝড় দানার কারণে বিদ্য়ুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই প্রস্তুত থাকা বা ব্যাকআপ রাখার নির্দেশ দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
710
ডুবতে পরে নিচু
ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে যেতে পারে নিচু এলাকা। শহরের নিচু এলাকা থেকেও সাধারণ মানুষদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
810
ধানের ক্ষতি
আলিপুর হাওয়া জনিয়েছে প্রবল ঝড় ও বৃষ্টির কারণে ক্ষতি হতে পরে কাঁচা ও পাকা ধানের।
910
ঝড়ের সময়
ঝড়ের সময় খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বার হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় থাকা জরুরি।
1010
শক্তি হারাবে
ঘূর্ণিঝড় দানা শুক্রবার বিকেল থেকেই শক্তি হারাবে। পরিণত হবে নিম্নচাপে।