সেনিয়ারের পর এবার ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দিতোয়া, কতটা প্রভাব পড়বে বাংলায়?

Published : Nov 28, 2025, 06:51 AM IST

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা শীঘ্রই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর প্রভাবে সপ্তাহান্তে তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে ভারী বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

PREV
15

আবহাওয়া সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে থাকা নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে আগামী ২৪ ঘন্টায় বদল হবে আবহাওয়া। আগামী ২৩ ঘন্টায় আরও প্রবল হবে ঘূর্ণিঝড়।

25

জানা গিয়েছে, এই সপ্তাহের শেষেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। এর জেরে হবে ভারী বৃষ্টি। এই সপ্তাহের শেষে তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর ভারী বৃষ্টি হতে পারে। ৮০ থেকে ৯০ কিমি বেগে প্রতি ঘন্টায় বইবে হাওড়া। উত্তাল হবে সমুদ্র। এমনই আশঙ্কা আবহাওয়াবীদের।

35

সিস্টেমটি সম্ভব দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের ওপর গিয়ে উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। এরই সঙ্গে আরও শক্তি সঞ্চয় করবে। এই কারণে সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ অন্ধ্রপ্রদেশে।

45

সিস্টেমটি সম্ভব দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের ওপর গিয়ে উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। এরই সঙ্গে আরও শক্তি সঞ্চয় করবে। এই কারণে সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ অন্ধ্রপ্রদেশে।

55

বর্তমানে শহর তিলোত্তমায় সকালে ও রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। শুষ্ক আবহাওয়া থাকছে। আজ শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

Read more Photos on
click me!

Recommended Stories