ঘূর্ণিঝড় 'ফেঙ্গাল' আতঙ্ক বাড়াচ্ছে উপকূলে! বাংলায় কতটা প্রভাব দেখাবে এই সাইক্লোন

Published : Nov 30, 2024, 04:03 PM ISTUpdated : Nov 30, 2024, 04:05 PM IST

ঘূর্ণিঝড় ফেঙ্গাল শনিবার তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। 'ফেঙ্গাল' নিয়ে তামিলনাড়ু ও পুদুচেরিতে সতর্কতা জারি করা হয়েছে।

PREV
112

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল শনিবার তামিলনাড়ু উপকূলে কারাইকাল এবং মামাল্লাপুরমের মধ্যে আঘাত হানতে পারে। 

212

ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। বাতাস প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। 

312

'ফেঙ্গাল' নিয়ে তামিলনাড়ু ও পুদুচেরিতে সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে প্রভাব ফেলতে পারে না। কিন্তু পরোক্ষভাবে বাতাসের গতিপথ পাল্টে যাওয়ায় তাপমাত্রা বেড়েছে।

412

নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতে ভুগছিল রাজ্য। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাতাসের গতিপথ পরিবর্তন হয়েছে। 

512

রাজ্যে এখন দক্ষিণ ও দক্ষিণ-পূর্বের বাতাস বইছে। এ কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। 

612

এতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। শনিবার মাঠে নামছে 'ফেঙ্গাল'। 

712

ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলের বাকি জেলাগুলোর আবহাওয়া শুষ্ক থাকবে।

812

শুক্রবার দুপুর আড়াইটায় আবহাওয়া ভবনের জারি করা বুলেটিনে দেখানো হয়েছে যে 'ফেঙ্গাল পুদুচেরির ২৭০কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। 

912

চেন্নাই আবহাওয়া অফিস জানিয়েছে যে ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে উত্তর তামিলনাড়ুতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

1012

কিছু উপকূলীয় জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

1112

তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, ভিলুপুরম, কাল্লাকুরিচি, কুদ্দালোর এবং পুদুচেরিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

1212

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশে নিষেধ করা হয়েছে।

click me!

Recommended Stories