মাসের শেষে একলাফে ৩০০০ টাকা বেতন বাড়ল বাংলার সরকারি কর্মীদের! ডিসেম্বরেই হাতে পাবেন?

Published : Nov 30, 2024, 10:32 AM IST

নতুন করে নোটিশ জারি হয়েছে রাজ্য সরকারের তরফে। বছরের শেষ পর্বে নতুন করে সুখবর শোনালো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এক ধাক্কায় তিন হাজার টাকা বেতন বাড়ল রাজ্য সরকারি কর্মীদের।

PREV
110

মাঝেমধ্যেই সরকারি কর্মীদের সুখবর শোনায় রাজ্য সরকার। কখনো ভাতা বৃদ্ধি তো কখনো বেতন বৃদ্ধির সিদ্ধান্তে রীতিমত আনন্দিত হয়ে ওঠেন রাজ্য সরকারি কর্মীরা

210

আর এবার রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুসারে, একধাক্কায় তিন হাজার টাকা বেতন বেড়ে গেল রাজ্যের এই কর্মীদের।

310

রাজ্য সরকার এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স (ESI) প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জন্য দারুণ সুখবরটি সামনে এলো।

410

গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির ঘোষণা করা হলো সরকারের তরফে।

510

ইতিমধ্যে সরকার কর্তৃক জারি করা নোটিশে, এই কর্মীদের মাসিক বেতন একেবারে ৩০০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

610

সেক্ষেত্রে এই সকল কর্মী দের বেতন হয়েছে বর্তমানে ১২,০০০ টাকা থেকে একলাফে ১৫,০০০ টাকা।

710

সরকারি সিদ্ধান্ত থেকে‌ জানা যায়, এই সকল কর্মীরা নভেম্বরের বেতনে তাঁদের বর্ধিত পরিমাণ পেতে চলেছেন।

810

এই কর্মীরা আসলে কিছুদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি করে আসছিলেন, রাজ্য সরকারের কাছেও বারবার আবেদন জানিয়েছিলেন।

910

অবশেষে বছরের প্রায় শেষ পর্বে পৌঁছে তাঁদের দিকে ফিরে তাকাল রাজ্য সরকার।

1010

তবে সরকারি কর্মীদের দীর্ঘদিনের ডিএ দাবি পূরণ করছে না সরকার। আর সেই কারণে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

click me!

Recommended Stories