নিজের নামে কত টাকার স্বাস্থ্য বীমা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিধানসভায় মুখ্যমন্ত্রী জানালেন টাকার অঙ্ক
মাত্র এক টাকা মাইনে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তিনি জানিয়েছেন নিজের নামে ঠিক কত টাকার স্বাস্থ্য বীমা তিনি করেছেন। যদিও মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর বিমামূল্যেই স্বাস্থ্য পরিবেষা পাওয়ার কথা। তাঁর স্বাস্থ্যবিমার টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে।
Saborni Mitra | Published : Nov 29, 2024 8:01 AM IST
বিধানসভায় শীতকালীন অধিবেশন
বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। সেখানেই একটি প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে নিজের জন্য কত টাকা স্বাস্থ্য বীমা করেছেন।
প্রশ্ন উত্তর পর্ব
বিধানসভা অধিবেশনের প্রথম পর্ব শুরু হয় প্রশ্নোত্তর ও কলিং অ্যাটেনশন দিয়ে। সেখনেই এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা সম্পর্কে জানায়
প্রশ্নকর্তা সমীর জানা
বিধানসভায় বৃহস্পতিবার পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা প্রশ্ন করেন। তিনি একাধিক বিষয় জানতে চান। তাঁর প্রশ্নের উত্তরেই মুখ্যমন্ত্রী নিজের স্বাস্থ্য বীমার কথা জানান।
উত্তর দেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরজি কর কাণ্ডের সময় রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের টাকা অপব্যবহার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সমীরের প্রশ্ন
বিধানসভায় সমীর জানার প্রশ্ন ছিল আরজি কর কাণ্ডের সময় রাজ্যের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার হয়েছে কিনা।
মমতার বার্তা
সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তাঁর নিজের নামে কত টাকার স্বাস্থ্য বীমা রয়েছে। মমতা জানিয়েছেন তিনি নিজের নামে মাত্র ৩ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা করেছেন।
মমতার স্বাস্থ্য পরিষেবা
যদিও নিয়ম অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা রাজ্য সরকারের। সরকারি বা বেসরকারি - সব হাসপাতালেই বিমামূল্যে চিকিৎসা পাওয়ার কথা। সাধারণত তিনি সরকারি হাসপাতালেই চিকিৎসা করান মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে।
বেতন নেন না মমতা
রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি বেতন নেবেন না। নিয়ম অনুযায়ী মাত্র এক টাকা বেতন নেন। সরকারি গাড়ির পরিবর্তে নিজের গাড়ি ব্যবহার করেন। চিকিৎসা বাবদ খরচ নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি রাজ্য সরকার।
সমীক্ষা রিপোর্ট
একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ১০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর অর্থাৎ আরজি কর কাণ্ডের সময় - স্বাস্থ্যসাথী প্রকল্পের খরচ হয়েছে ৩১৫ কোটি টাকা। যা অন্য সময়ের তুলনায় অনেক বেশি।
নবান্ন সূত্র
নবান্ন সূত্রের খবর, কর্মবিরতির সময় স্বাস্থ্যসাথী খাতে গড়ে দৈনিক ৭ কোটি ৮৬ লক্ষ টাকা খরচ হয়েছে। আন্দোলনের সময় দৈনিক বাড়তি টাকা নবান্নকে দিতে হয়েছে ১ কোটি ১৩ লক্ষ টাকা।