Cyclone Mocha: ক্রমশ শক্তি বাড়ছে ঘূর্ণিঝড়ের, স্থলভাগে কতটা বিধ্বংসী রূপ নিতে পারে মোকা?

প্রায় মাঝসমুদ্রে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাঁক নিয়ে নিজের অভিমুখ পরিবর্তন করবে মোকা। এরপর ক্রমশ মায়নমার ও বাংলাদেশের দিকে এগোবে এই শক্তিশালী ঘূর্ণিঝড়।

ঘূর্ণিঝড় মোকার ধ্বংসলীলা নিয়ে বাড়ছে আশঙ্কা। ক্রমাগত জলভাগে শক্তি সঞ্চয় করার ফলে স্থলভাগে আছাড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে ইতিমধ্যে কপালে ভাঁজ পড়েছে আবহবিদদের। মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে গত ৬ ঘন্টায় বঙ্গোপসাগরের উপর থেকে ধীরে ধীরে উত্তরের দিকে এগোচ্ছে মোকা। এই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা। আবহাওয়া দফতর জানাচ্ছে এরপর আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে মোকা। এবং শেষে সাগরেও উল্টো দিকে বাঁক নেবে। প্রায় মাঝসমুদ্রে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাঁক নিয়ে নিজের অভিমুখ পরিবর্তন করবে মোকা। এরপর ক্রমশ মায়নমার ও বাংলাদেশের দিকে এগোবে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। আগামী রবিবার দুপুরের মধ্যেই স্থলভাগে আছড়ে পড়তে পারে মোকা।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে জন্ম নেওয়ার পর ৭২ ঘন্টা ধরে সাগরে শক্তি সঞ্চয় করচে মোকা। বিশেষজ্ঞদের মতে যত বেশি সময় ঘূর্ণিঝড় জলভাগে থাকবে, তার শক্তি এবং ধ্বংস ক্ষমতা তত বৃদ্ধি পাবে। মোকাও জলভাগ থেকে শক্তি সঞ্চয় করে সর্বশক্তি নিয়ে জলভাগে আছড়ে পড়বে। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকা মধ্যবর্তী দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও উত্তর মায়ানমান উপকূল অতিক্রম করে বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী কোনও স্থানে আছড়ে পড়তে পারে। আগামী ১৪ মে দুপুরের দিকে সিত্তওয়ের কাছে এটি একটি অত্যান্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। যার গতিবেগ হবে ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার। ভারতের আবহাওয়া দফতরের অনুমান সেই সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার ঘণ্টা হতে পারে।

Latest Videos

এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার বন্দর থেকে ৫৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছে মোকা। বাংলাদেশের কক্সবাজার থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব দক্ষিণ পশ্চিমে ৯৫০ কিলোমিটার। মায়ানমারের সিতওয়ে থেকে দূরত্ব ৮৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ঝড়ের গতিবিধির উপর ক্রমাগত নজর রাখছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই মোকার গতিপ্রকৃতি নিয়া বুলেটিনও প্রকাশ করেছে আলুপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন -

শক্তি বাড়িয়ে আসছে মোকা, অভিমুখ বাংলাদেশ হলেও মোকা-র মোকাবিলায় তৈরি রাজ্য

সাইক্লোন ‘মোকা’-র কারণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, বঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

রাজ্য পুলিশে নিয়োগ হবে মাত্র ৩ মাসের মধ্যেই, কড়া নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury