অভিষেকের রক্ষাকবচের আবেদন খারিজ করল আদালত, প্রয়োজনে কোর্টের দারস্থ হওয়ার নির্দেশ বিচারপতির

শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানান। পাশাপাশি অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ার আর্জি জানান অভিষেকের আইনজীবী।

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেল না অভিষেক। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই বহাল রাখল বিচারপতি সিনহার বেঞ্চ। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কুন্তল ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল আদালত। শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানান। পাশাপাশি অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ার আর্জি জানান অভিষেকের আইনজীবী। তবে সেই আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দেয় আদালত। বিচারপতি অমৃতা সিন‌্‌হা এই প্রসঙ্গে স্পষ্ট জানান,'৭ দিনই ২৪ ঘন্টা আদালত খোলা থাকবে। প্রয়োজনে যখন খুশি আসবেন। কিছু কোনও রক্ষাকবচ নয়।' এই মামলার পরবর্তী শুনানি হবে সোমবার।

শুক্রবার দু'দিনের রক্ষাকবচের জন্য রীতিমত জোড়াজুড়ি করতে থাকেন অভিষেকের আইনজীবী কিশোর দত্ত। এই সময়ের মধ্যে তদন্তকারী সংস্থা যাতে চরম কোনও পদক্ষেপ না নিতে পারে তার জন্য আবেদন জানান তিনি। তবে বিচারপতি সিনহা আদালতের পূর্ব সিদ্ধান্ত বহাল রেখেই রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয়। উল্লেখ্য বৃহস্পতিবারই বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁকে চাপ দিয়েছে তদন্তকারী সংস্থা। এই প্রসঙ্গে চিঠিও দেন নিম্ন আদালতে। শুধু তাই নয়, পুলিশি হস্তক্ষেপে হেস্টিংস থানাতেও চিঠি দেন কুন্তল

Latest Videos

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর