পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এখনও জলঘোলা হচ্ছে।
আদালতের পক্ষ থেকে কর্মীদের হয়ে রায় দিয়েছে। বলা হয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ ডিএ দেওয়ার কথা।
আদালতের ঘোষাণার পর জল্পনার অন্ত নেই। কেউ প্রশ্ন তোলেন রাজ্য সরকার এত টাকা পাবে কোথা থেকে? তো কেউ বলেন এই পরিমাণ ডিএ দিতে গেলে সরকারের চাপ বাড়বে।
এবার কর্মচারী পরিষদের চিঠি পৌঁছাল নবান্নে। সরকারি কর্মচারী পরিষদ ২৩ শে মে চিঠি পাঠিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত ১৬ মে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে।
এই নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারকে সমস্ত কর্মচারীদের বকেয়া মহার্ঘভাচা অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ২০২২ সালের ২০ মে-র দেওয়া রায়কে মান্যতা দিয়েই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।
রাজ্য সরকারি কর্মীদের দাবি বলে, রাজ্য সরকার যেন শীর্ষ আদালতের এই নির্দেশকে সম্মান জানিয়ে আগামী ছয় সপ্তাহের মধ্যে তা কার্যকর করে।
এই পদক্ষেপ রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এমনই মনে করছেন অনেকে।
সুপ্রিম কোর্টের এই সাম্প্রতিক নির্দেশ রাজ্য সরকারের ওপর আরও কিছুটা চাপ বাড়ছে বলে মনে করা হচ্ছে।
রাজ্য সরকার এই চিঠির পরিপ্রেক্ষিতে এবং সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে আগামী দিনে কী পদক্ষেপ গ্রহণ করে।
সব মিলিয়ে মহার্ঘ ভাতা মামলটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন সকলে।
এখন দেখার বাস্তবে কবে সরকার আদালতের নির্দেশ মেনে কর্মীদের ডিএ দেয়।
Sayanita Chakraborty