DA Case: ফের জটিলতা ডিএ নিয়ে, কর্মচারী পরিষদের চিঠি পৌঁছাল নবান্নে, কবে মিলবে টাকা?

Published : May 24, 2025, 03:31 PM IST

DA Case: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মীদের পক্ষে রায়। রাজ্য সরকারকে কর্মীদের ২৫ শতাংশ ডিএ দিতে হবে বলে জানিয়েছে আদালত। এই রায়ের পর রাজ্য সরকারের আর্থিক চাপ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

PREV
113

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এখনও জলঘোলা হচ্ছে।

213

আদালতের পক্ষ থেকে কর্মীদের হয়ে রায় দিয়েছে। বলা হয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ ডিএ দেওয়ার কথা।

313

আদালতের ঘোষাণার পর জল্পনার অন্ত নেই। কেউ প্রশ্ন তোলেন রাজ্য সরকার এত টাকা পাবে কোথা থেকে? তো কেউ বলেন এই পরিমাণ ডিএ দিতে গেলে সরকারের চাপ বাড়বে।

413

এবার কর্মচারী পরিষদের চিঠি পৌঁছাল নবান্নে। সরকারি কর্মচারী পরিষদ ২৩ শে মে চিঠি পাঠিয়েছে।

513

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত ১৬ মে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে।

613

এই নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারকে সমস্ত কর্মচারীদের বকেয়া মহার্ঘভাচা অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে।

713

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ২০২২ সালের ২০ মে-র দেওয়া রায়কে মান্যতা দিয়েই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।

813

রাজ্য সরকারি কর্মীদের দাবি বলে, রাজ্য সরকার যেন শীর্ষ আদালতের এই নির্দেশকে সম্মান জানিয়ে আগামী ছয় সপ্তাহের মধ্যে তা কার্যকর করে।

913

এই পদক্ষেপ রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এমনই মনে করছেন অনেকে।

1013

সুপ্রিম কোর্টের এই সাম্প্রতিক নির্দেশ রাজ্য সরকারের ওপর আরও কিছুটা চাপ বাড়ছে বলে মনে করা হচ্ছে।

1113

রাজ্য সরকার এই চিঠির পরিপ্রেক্ষিতে এবং সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে আগামী দিনে কী পদক্ষেপ গ্রহণ করে।

1213

সব মিলিয়ে মহার্ঘ ভাতা মামলটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন সকলে।

1313

এখন দেখার বাস্তবে কবে সরকার আদালতের নির্দেশ মেনে কর্মীদের ডিএ দেয়।

Read more Photos on
click me!

Recommended Stories