- Home
- West Bengal
- West Bengal News
- DA News: শুধু ২৫% নয়, সুদ-সহ মিলবে কেন্দ্রের সমান DA, রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে প্রকাশ্যে নয়া তথ্য
DA News: শুধু ২৫% নয়, সুদ-সহ মিলবে কেন্দ্রের সমান DA, রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে প্রকাশ্যে নয়া তথ্য
DA News: সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় রায় দিয়েছে। ভাস্বর ঘোষ দাবি করেছেন শুধু ২৫ শতাংশ ডিএ নয়, সঙ্গে সুদও দিতে হবে এবং সমস্ত সরকারি কর্মীরা এই ডিএ-র অধিকারী।

দীর্ঘ লড়াইয়ের পর বকেয়া মহার্ঘভাতা (DA) মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট।
যদিও আদালতে প্রথমে ৫০ শতাংশ ডিএ (DA) দেওয়ার কথা বলা হয় কিন্তু পরে রাজ্য সরকারের যুক্তি শুনে শীর্ষ আদালত সিদ্ধান্ত নেয় ৫০ নয় ২৫ শতাংশ ডিএ দিতে হবে।
এই ডিএ মামলার রায় ঘোষণার পর থেকেই চলছে জটিলতা। এবার এই ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করবেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্বর ঘোষ।
ভাস্বর ঘোষ দাবি করেছেন শুধু ২৫ শতাংশ ডিএ নয়। সঙ্গে দিতে হবে সুদ। যা নিয়ে কেন্দ্রের সমান DA পাবেন রাজ্য় সরকারি কর্মীরা।
ভাস্বর ঘোষ বলেন, রাজ্য সরকারের এই বর্ধিত মহার্ঘ ভাতা শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীরাই উপভোগ করবে তা কিন্তু নয়, বরং পৌরসভা, পঞ্চায়েত, সরকার পোষিত বিদ্যালয় এবং অন্যান্য সমস্ত সরকারি উদ্যোগের কর্মীরাও আইনত মহার্ঘ ভাতার অধিকারী।
তিনি আরও বলেন, বকেয়া ডিএ-র প্রতিটি পয়সা ১০০ শতাংশ সুদ সহ আদায় করা হবে।
তিনি বলে, সরকার প্রথমে তাঁদের এই ডিএ-র লড়াইয়ের ভাঙন ধরাতে চেয়েছিলেন।
উদাহরণস্বরূপ তিনি জানান যে কর্মরতদের একাংশকে ডিএ দিয়ে বাকিদের বা অসরপ্রাপ্তদের না দেওয়ার প্রবণতা তৈরি করা হয়েছিল।
কিন্তু, তিনি দৃঢ়তার সঙ্গে জানান, এই ধরনের কোনও পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চ হতে দেবে না এবং ঐক্যবদ্ধভাবে তারা মোকাবিলা করে সকলেক জন্য সম্পূর্ণ টাকা আদায় করবে।
সব মিলিয়ে শীঘ্রই রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা। তারা কেন্দ্রের সমান ডিএ পাবেন বলে আন্দাজ করা হচ্ছে।

