কাল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে তো? আশঙ্কা রাজ্যের সরকারি কর্মীদের

প্রায় ৬ মাস পরে সুপ্রিম কোর্টে উঠতে চলছে ডিএ মামলা। সুপ্রিম কোর্টের চার নম্বর কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা ওঠার কথা রয়েছে।

 

Saborni Mitra | Published : Jan 6, 2025 9:49 PM
110
ডিএ মামলা

দীর্ঘ ৬ মাস পরে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। সুপ্রিম কোর্টের ডেইলি কজ লিস্টে রয়েছে মামলাটি।

210
শুনানি হবে কোথায়

সুপ্রিম কোর্টের ডেইলি কজ লিস্ট অনুযায়ী ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের চার নম্বর ঘরে। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এভিএন ভাট্টির বেঞ্চে হবে ডিএ মামলার শুনানি।

310
ক্রমতালিকায় ডিএ মামলা

সুপ্রিম কোর্টের কজ লিস্টে ডিএ মামলা রয়েছে ৪৫ নম্বরে। যার অর্থ একদম শেষের দিকে রয়েছে ডিএ মামলার শুনানি।

410
আশঙ্কা বাড়ছে

ক্রমতালিকায় একদম শেষের দিকে থাকায় ডিএ মামলার শুনানি মঙ্গলবার ৭ জানুয়ারি হবে কিনা তা নিয়ে কয়েছে আশঙ্কা। কারণ অনেক সময় সময়ের অভাবে শুনানি হয় না।

510
১৪তম শুনানি

এর আগে শেষবারের মত ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল জুলাই মাসে। সেটা ছিল ১৩তম শুনানি। এবার শুনানির জন্য উঠলে তা হবে ১৪তম শুনানি।

610
কখন ডিএ মামলার শুনানি হবে

মঙ্গলবার ঠিক কখন ডিএ মামলার শুনানি হবে তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। কারণ সকাল ১০ টা ৩০ মিনিট থেকে আদালতের কার্যক্রম শুরু হবে। তারপর ধাপে-ধাপে ডিএ মামলা ওঠার কথা আছে। তাই শুনানির সঠিক সময় বলা সম্ভব নয়।

710
অপেক্ষায় রাজ্যের সরকারি কর্মীরা

রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত ৭ জানুয়ারির অপেক্ষায় আছেন।

810
সুপ্রিম রায়ই শেষ কথা

রাজ্যের সরকারি কর্মীরা মনে করছেন মনে করছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা ইতিবাচক কোনও খবর পাবেন না। তাই সেদিকেই তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

910
দীর্ঘ দিনের ডিএ-র দাবি

রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে দাবি দীর্ঘ দিনের। আইনি লড়াইযের পাশাপাশি তাঁরা আন্দোলনও করছেন।

1010
রাজ্য কেন্দ্রের ডিএর ফারাক

রাজ্য ও কেন্দ্রের ডিএ-র ফারাক অনেকটা। কেন্দ্রের কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পান। রাজ্যের কর্মীরা ১৪ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos