আইনজীব, রাজনীতিবীদ ও রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের একাংশের আইনজীবী। দীর্ঘ দিন ধরে চলা এই মামলায় একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
সুপ্রিম কোর্টে আজ, সোমবার ওঠার কথা ছিল রাজ্য় সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। কিন্তু আজ ডিএ মামলার শুনানি হয়নি। ফের পিছিয়ে গেল এই মামলা। সূত্রের খবর মামলার বেঞ্চ গঠন না হওয়ার কারণেই এদিন পিছিয়েছে ডিএ মামলা। আগামী শুক্রবার বা সোমবার এই মামলার শুনানি হতে পারে।
25
আইনজীবী বিকাশের পরামর্শ
আইনজীব, রাজনীতিবীদ ও রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের একাংশের আইনজীবী। দীর্ঘ দিন ধরে চলা এই মামলায় একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি শুনানি পিছিয়ে যাওয়ার কারণ জানিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারের ডিএ দিতে অনীহা বলেও উল্লেখ করেছেন।
35
ডিএ মামলা পিছিয়ে যাওয়ার কারণ
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ডিএ মামলা পিছিয়ে যাওয়ার কারণ জানিয়েছেন। তিনি বলেছেন, রেজিস্ট্রি বিভাগের ভুলের জন্য় এমনটা হওয়া স্বাভাবিক নয়। পরবর্তী শুনানি হতে পারে ৯ বা ১০ তারিখে। তিনি বিচারব্যবস্থা ধীরগতিতে চলছে বলেও অভিযোগ করেন। পাশাপাশি তিনি বলেছেন বিচারব্যবস্থা ধীরগতিতে চললেও এখনও তার অস্তিত্ত্ব রয়েছে।, যা দেশকে মোদী-শাহের শাসনে পরিণত হওয়া থেকে আটকে রেখেছে।
দাবি আদায়ের জন্য রাজ্যের সকল কর্মীদের পথে নেমে আন্দোলনের আহ্বান জানিয়েছেন
দাবি আদায়ের পুলিশের প্রতিরোধ মোকাবিলা করার জন্য কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন।
ঐক্যবদ্ধ ও আপোষহীন আন্দোলন ছাড়়া কর্মীরা তাদের ন্যায্য ডিএ পাবে কিনা - তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।
55
সরকারি কর্মীদের আগ্রাধিকার নিয়ে প্রশ্ন
বিকাশরঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারের আগ্রাধিকার নিয়েও সমালোচনা করেছেন। তাঁর প্রশ্ন সরকার যখন দুর্গাপুজোর অনুদান দিতে পারে তখন ডিএ দিতে পারছে না কেন? তিনি আশঙ্কা প্রকাশ করেছেন সরকার দুর্নীতিগ্রস্ত অ্য়াডেন্ডা চালিয়ে যাবে আর জনগণ সমর্থন করে যাবে - সেই আশাতেই রয়েছে।