DA Case: সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলায় বড় স্বস্তি সরকারি কর্মীদের, মামলার শুনানি আগামী ২৫ মার্চ

Published : Mar 15, 2025, 05:12 PM ISTUpdated : Mar 16, 2025, 09:50 AM IST

DA Case: সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে দীর্ঘ আড়াই বছর ধরে। এতদিন পরে সুপ্রিম কোর্টের অ্যাডভান্সড লিস্টে উঠল ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। 

PREV
110
ডিএ মামলার বড় খবর

অবশেষে স্বস্তি। দীর্ঘ প্রতীক্ষা পর আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মামলা।

210
রাজ্য সরকারি কর্মীদের স্বস্তি

সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে দীর্ঘ আড়াই বছর ধরে। এতদিন পরে সুপ্রিম কোর্টের অ্যাডভান্সড লিস্টে উঠল ডিএ বা মহার্ঘ ভাতা মামলা।

410
অ্যাডভান্স লিস্টে মামলা

সুপ্রিম কোর্টের অ্যাডভান্সড লিস্টে মামলাটি ৯৫ নম্বরে স্থানে রয়েছে ডিএ মামলার।

510
সরকারি কর্মীদের আশা

দীর্ঘদিন ধরে ডিএ মামলার নিষ্পত্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে সর্বোচ্চ আদালতের তালিকায় মামলা ওঠায় তাঁরা এখন চূড়ান্ত রায়ের প্রত্যাশা করছেন।

610
নবান্ন তৎপর

এবার ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে তৎপর নবান্ন। সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা দিল্লির আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছেন। পরামর্শ নিচ্ছেন আইন বিশেষজ্ঞদেরও।

710
সরকারি কর্মীদের আশা

কর্মচারী সংগঠনগুলির পক্ষে মলয় মুখোপাধ্যায় বলেন,দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টের অ্যাডভান্সড লিস্টে মামলাটি উঠেছে। ২৫ মার্চের শুনানি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশাবাদী, ন্যায়বিচার পাব

810
সরকারি কর্মীদের দাবি

কেন্দ্রের হারে ডিএ বা ডিয়ারনেস অ্যালোয়েন্সের দাবি রাজ্য সরকারি কর্মীদের। কলকাতা হাইকোর্টেও রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছে।

910
নারাজ রাজ্য সরকার

যদিও কলকাতা হাইকোর্টের রায় মানতে নারাজ রাজ্য, দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টে।

1010
রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক

কেন্দ্রের সরকারি কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পান। আর রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

click me!

Recommended Stories