Salary Hike: সরকারি কর্মীদের দ্বিগুণ বেতন বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়! নূন্যতম স্যালারি কত হতে পারে?

Published : Mar 15, 2025, 10:22 AM ISTUpdated : Mar 15, 2025, 10:30 AM IST

7th pay Commission: কেন্দ্রের পথে হেঁটে রাজ্য সরকার কর্মীদের বেতন বাড়াতে পারে। সপ্তম বেতন কমিশন গঠিত হলে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে বেতন দ্বিগুণ হতে পারে।

PREV
17

এবার কেন্দ্রের মতোই টাকা দেবে রাজ্য সরকার। কেন্দ্রের মতো পাল্লা দিয়ে বেতন বাড়াবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

27

ইতিমধ্যেই অষ্টম পে কমিশন গঠন করে ফেলেছে কেন্দ্র। কিন্তু পে কমিশন তো দূরস্থ খুব একটা বেশি DA-ও বাড়ায়নি পশ্চিমবঙ্গ সরকার।

47

যদি সপ্তম বেতন কমিশন গঠন হয়, তাহলে একধাক্কায় দ্বিগুণ বেড়ে যেতে পারে রাজ্য সরকারি বেতন।

57

যদি সপ্তম পে কমিশন বসানো হয় তাহলে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে দ্বিগুণ বেতন বাড়িয়ে দিতে পারে রাজ্য সরকার।

67

শেষ ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল ১০ বছর আগে। এরপর সপ্তম বেতন কমিশন গঠন করার সময় হয়ে গিয়েছে।

77

যদি সপ্তম বেতন কমিশন গঠন করে ফেলা হয় তাহলে এক ধাক্কায় অনেকটা বেতন বেড়ে যাবে এই রাজ্যে।

click me!

Recommended Stories