এক সময় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। দীর্ঘ জল্পনা শেষে ৪ শতাংশ ডিএ ঘোষণা করেন মমতা সরকার।
এদিকে এখনও ডিএ নিয়ে পুরনো এক মামলা চলছে। যে কারণে খিপ্ত রাজ্য সরকারি কর্মীরা।
এরই সঙ্গে ডিএ ঘোষণার পর আরও বেড়েছে অসন্তোষ। কেন্দ্রের সঙ্গে ফারাক বেড়েছে আরও।
এই সকল জটিলতার মাঝে প্রকাশ্যে এল সপ্তম পে কমিশনের কথা।
প্রতি ১০ বছর অন্তর পে কমিশন গঠন করে থাকে সরকার। সেই অনুসারে মমতা সরকার এবছর সপ্তম পে কমিশনের কথা।
এবার শোনা যাচ্ছে, শীঘ্রই গঠিত হবে সপ্তম পে কমিশন। এর প্রভাবে কর্মীদের বেতন বাড়বে হু হু করে।
ষষ্ঠ পে কমিশন গঠনের ১০ বছর পর সপ্তম পে কমিশন গঠিত হবে। দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে গঠিত হয় এই পে কমিশন।
শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠিত হলে তাদের নূন্যতম বেতন হবে ৬০ হাজার।
এই প্রসঙ্গে এখনও নিশ্চিত খবর মেলেনি। তবে, যে বিপুল পরিমাণে বেতন বৃদ্ধি হবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
সব ঠিক থাকলে সামনের বছর জানুয়ারি মাস থেকে বাড়তি বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
Sayanita Chakraborty