7th Pay Commission: গঠিত হচ্ছে সপ্তম পে কমিশন, কেন্দ্রীয় কর্মীদের টেক্কা দিয়ে ন্যূনতম বেতন হবে ৬০ হাজার

Published : Mar 15, 2025, 11:23 AM IST

রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে অসন্তোষের মধ্যেই সপ্তম পে কমিশন গঠনের জল্পনা। শোনা যাচ্ছে, এই কমিশন গঠিত হলে কর্মীদের নূন্যতম বেতন ৬০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। যদিও, এখনও পর্যন্ত কোনো নিশ্চিত খবর মেলেনি।

PREV
110

এক সময় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। দীর্ঘ জল্পনা শেষে ৪ শতাংশ ডিএ ঘোষণা করেন মমতা সরকার।

210

এদিকে এখনও ডিএ নিয়ে পুরনো এক মামলা চলছে। যে কারণে খিপ্ত রাজ্য সরকারি কর্মীরা।

410

এই সকল জটিলতার মাঝে প্রকাশ্যে এল সপ্তম পে কমিশনের কথা।

510

প্রতি ১০ বছর অন্তর পে কমিশন গঠন করে থাকে সরকার। সেই অনুসারে মমতা সরকার এবছর সপ্তম পে কমিশনের কথা।

610

এবার শোনা যাচ্ছে, শীঘ্রই গঠিত হবে সপ্তম পে কমিশন। এর প্রভাবে কর্মীদের বেতন বাড়বে হু হু করে।

710

ষষ্ঠ পে কমিশন গঠনের ১০ বছর পর সপ্তম পে কমিশন গঠিত হবে। দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে গঠিত হয় এই পে কমিশন।

810

শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠিত হলে তাদের নূন্যতম বেতন হবে ৬০ হাজার।

910

এই প্রসঙ্গে এখনও নিশ্চিত খবর মেলেনি। তবে, যে বিপুল পরিমাণে বেতন বৃদ্ধি হবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

1010

সব ঠিক থাকলে সামনের বছর জানুয়ারি মাস থেকে বাড়তি বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

click me!

Recommended Stories