রাজ্য সরকার শীর্ষ আদালতে জানতে চেয়েছে কিসের ভিত্তিতে, নির্দিষ্ট কতদিনের ও কত টাকার বকেয়ার উপরে এই ২৫% ডিএ হিসেব করা হবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত জানতে চায় রাজ্য।
রাজ্য সরকার শীর্ষ আদালতে জানতে চেয়েছে কিসের ভিত্তিতে, নির্দিষ্ট কতদিনের ও কত টাকার বকেয়ার উপরে এই ২৫% ডিএ হিসেব করা হবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত জানতে চায় রাজ্য।
510
সুপ্রিম কোর্টে গরমের ছুটি
সুপ্রিম কোর্টে বর্তমানে গরমের ছুটি চলছে। সুপ্রিম কোর্ট খুলবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। তাই রাজ্য মডিফিকেশন আর্জি পেশ করলেও শুনানি হতে দেরি হবে।
610
তাহলে ডিএ কবে?
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জুন মাসের মধ্যেই রাজ্যকে বকেয়া ২৫% ডিএ মিটিয়ে দিতে হবে। তাই হাতে আর সপ্তাহ দুয়েক সময় রয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্টে শুনানি হবে না। অনেকেই মনে করছেন জুন মাসের মধ্যেই রাজ্য বকেয়া ২৫% ডিএ মিটিয়ে দিতে পারে।
710
১৫ জুন
আগামী ১৫ জুন অর্থাৎ রবিবারের মধ্যে বকেয়া ২৫% ডিএ মেটাতে রাজ্য কী কী করেছে তার রিপোর্ট দিতে হবে। তারই মধ্যেই রাজ্যকে বিজ্ঞপ্তিও জারি করতে হবে। কিন্তু রাজ্য এখনও বিজ্ঞপ্তি জারি করেনি।
810
সুপ্রিম কোর্টের নির্দেশ
সুপ্রিম কোর্টের নির্দেশ মানলে রাজ্য সরকারকে আগামী ১৫ জুনের মধ্যেই মূল বকেয়ার ৫ শতাংশ দেওয়ার ঘোষণা ও হলফনামা প্রকাশ করবে হবে । আর রায়ের ৬ সপ্তাহের মধ্যে অর্থাৎ ৩০ জুনের মধ্যে বকেয়া ২৫ শতাংশ ডিএ দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।
910
রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ
নবান্ন সূত্রের খবর শুনেই রাজ্য সরকারি কর্মীদের একাংশ মুছড়ে পড়েছেন। তাদের কথায় রাজ্য সরকার যদি আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তাহলে সেটা হলে তাদের ডিএ না দিতে চাওয়ার কৌশল। সময় নষ্ট হিসেবেই দেখছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
1010
রাজ্য সরকারি কর্মীদের কথা
রাজ্য সরকারি কর্মীদের কথায় রাজ্য প্রশাসনিক ট্রাইব্য়ুনালের মাধ্যমেই কী করে বকেয়া ডিএ দেওয়া হবে তা স্পষ্ট করা হয়েছিল। যা সর্বোচ্চ আদালতও জানে। তাই কোনও প্রশ্ন থাকার কথা নয়।