Published : Jun 12, 2025, 03:01 PM ISTUpdated : Jun 12, 2025, 10:01 PM IST
West Bengal DA Case: বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে হঠাৎ করেই সামনে এল বড় আপডেট। নবান্নের একটি সূত্র বলছে বকেয়া ডিএ নিয়ে আবারও সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার।
মহার্ঘ ভাতা নিয়ে আবারও জটিলতা তৈরি হতে পারে। কপাল পুড়তে পারে সরকারি কর্মীদের। কারণ ডিএ নিয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার।
212
নবান্ন সত্রের খবর
বুধবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মত বকেয়া ২৫ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু করেছিল রাজ্য সরকার। কিন্তু সেখানে কিছু সমস্যা রয়েছে। তাই আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের।
312
অর্থ দফতর
ডিএ মেটাতে গিয়ে অর্থ দফতরের কর্তারা বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তাদের কথায় বিশেষ কিছু দিকের সবিস্তার ব্যাখ্যা পাওয়া গেলে সুবিধে হত। তাই মহার্ঘ ভাতা মামলা নিয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে পারে রাজ্য সরকার।
বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রীষ্ণকালীন ছুটি চলছে। ২৩ মে থেকে ছুটি শুরু হয়েছে। ছুটি চলবে জুলাই পর্যন্ত।
512
মডিফিকেশন
নবান্ন সূত্রের খবর বেশ কিছু নির্দেশের মডিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। কিন্তু বকেয়া ২৫ শতাংশ ডিএ নিয়ে অন্তর্বর্তিকালীন নির্দেশ পুনর্বিবেচনা করে আবেদন জানানোর কোনও পরিকল্পনা এখনও নেই রাজ্যের।
612
সুপ্রিম কোর্টের নির্দেশ
সুপ্রিম কোর্টের নির্দেশ মানলে রাজ্য সরকারকে আগামী ১৫ জুনের মধ্যেই মূল বকেয়ার ৫ শতাংশ দেওয়ার ঘোষণা ও হলফনামা প্রকাশ করবে হবে । আর রায়ের ৬ সপ্তাহের মধ্যে অর্থাৎ ৩০ জুনের মধ্যে বকেয়া ২৫ শতাংশ ডিএ দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।
712
কিন্তু...
নবান্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে দেখা দিয়েছে কিন্তু। কারণ আবার নতুন করে যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় তাহলে ডিএ দিতে আবারও দেরি হতে পারে। কারণ জুলাই মাসের আগে সুপ্রিম কোর্ট খুলবে না।
812
রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ
নবান্ন সূত্রের খবর শুনেই রাজ্য সরকারি কর্মীদের একাংশ মুছড়ে পড়েছেন। তাদের কথায় রাজ্য সরকার যদি আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তাহলে সেটা হলে তাদের ডিএ না দিতে চাওয়ার কৌশল। সময় নষ্ট হিসেবেই দেখছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
912
রাজ্য সরকারি কর্মীদের কথা
রাজ্য সরকারি কর্মীদের কথায় রাজ্য প্রশাসনিক ট্রাইব্য়ুনালের মাধ্যমেই কী করে বকেয়া ডিএ দেওয়া হবে তা স্পষ্ট করা হয়েছিল। যা সর্বোচ্চ আদালতও জানে। তাই কোনও প্রশ্ন থাকার কথা নয়।
1012
রাজ্য নীরব
সুপ্রিম কোর্টের নির্দেশ মত হলফনামা প্রকাশের জন্য হাতে আর দুই থেকে তিন দিন সময় রয়েছে। কিন্তু রাজ্য সরকার এখনও মহার্ঘ ভাতা ইস্যুতে নীরব।
1112
সুপ্রিম কোর্টের নির্দেশ
ডিএ মামলায় সুপ্রিম কোর্ট গত ১৬ মে রাজ্য সরকারকে বকেয়া ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল।
1212
পরবর্তী শুনানি
এই মামলার পরবর্তী শুনানি আগামী অগস্ট মাসে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মত রাজ্য সরকাকে তার আগেই ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের।