WB School Summer Vacation: তীব্র দাবদাহের জের, ফের বন্ধ হচ্ছে রাজ্যে স্কুলগুলো, জানিয়ে দিলেন ব্রাত্য বসু

Published : Jun 12, 2025, 12:45 PM ISTUpdated : Jun 12, 2025, 12:53 PM IST

WB School Summer Vacation: রাজ্যে তীব্র গরমের কারণে পড়ুয়াদের সুরক্ষার জন্য অতিরিক্ত দুই দিনের গরমের ছুটি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৩ ও ১৪ জুন স্কুল বন্ধ থাকবে।

PREV
111

রাজ্যজুড়ে গরমের দাবদাহ বেড়েই চলেছে। দিনে দিনে বাড়ছে তাপমাত্রা। এখনও বর্ষার আগমন ঘটেনি।

211

মাঝে মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও বাড়ছে গরম। এরই মাঝে রাজ্যে চলছে স্কুল।

311

গত ২ জুন থেকে খুলেছে স্কুলগুলো। গরমের মধ্যে বাচ্চাদের স্কুলে পাঠাতে গিয়ে চিন্তায় অভিভাবকেরা। সে কারণে বারে বারে এই ছুটি বৃদ্ধির অনুরোধ করেছেন তারা।

411

এবার পড়ুয়াদের কথা মাথায় রেখে ফের গরমের ছুটি শুরু হচ্ছে বাংলায়। ফের বন্ধ হচ্ছে রাজ্যে স্কুলগুলো। সদ্য গরমের ছুটির ঘোষণা ব্রাত্য বসু।

511

সূত্রের খবর, রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে দু দিনের অতিরিক্ত গরমের ছুটি ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

611

আগামী ১৩ জুন শুক্রবার এবং ১৪ জুন শনিবার রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে।

711

১৫ জুন রবিবার স্বাভাবিক ছুটি থাকায় পুনরায় ১৬ জুন অর্থাৎ সোমবার থেকে স্কুল চালু হবে। গরমের কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

811

এদিকে আবার গরমের কারণে অন্যান্য রাজ্য যেমন রাজস্থান, পঞ্জাব ও হরিয়ানায় বেড়েছে গরমের ছুটি। সে সময় থেকেই বাংলার স্কুলে গরের ছুটি বৃদ্ধি নিয়ে উঠেছিল দাবি।

911

স্কুল খোলার পর জেলার প্রাথমিক শিক্ষা সংসদ মর্নিং স্কুল চালু করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু, নবান্ন থেকে এই সিদ্ধান্ত বাতিল করা হয়।

1011

এদিকে বাংলায় ২ জুন থেকে খুলেছে স্কুল। স্কুল খোলার পর থেকে যেন আরও বেড়েছে গরমের পারদ। তীব্র দাবদাহে ক্লাসরুমের ভিতর দাঁড়িয়ে থাকা কার্যত চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। সে কারণে স্কুলে ছুটি বৃদ্ধির দাবি জানান শিক্ষক থেকে অভিভাবক সকলে। 

1111

তেমনই রাজ্য প্রতি নিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গরম ও করোনা সংক্রমণ উভয় মিলিয়ে বাচ্চাদের স্বাস্থ্য ছিল ঝুঁকির মুখে। সে যাই হোক, আপাতত ২ দিন বন্ধ থাকবে রাজ্যের স্কুলগুলো।

Read more Photos on
click me!

Recommended Stories