DA News: কবে মিলবে বকেয়া ডিএ? রাজ্য সরকারি কর্মীদের জন্য প্রকাশ্যে বড় চমক, প্রকাশ্যে দিনক্ষণ

Published : Jun 12, 2025, 12:31 PM IST

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর জন্য নবান্ন বিশেষ উদ্যোগ নিয়েছে। যদিও নবান্ন এখনও কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবুও বকেয়া প্রদানের ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে।

PREV
110

বাংলার সরকারি কর্মীদের ডিএ নিয়ে এখনও জলঘোলা হচ্ছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ ডিএ বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য।

210

সেই মতো সম্প্রতি বিভিন্ন দফতর ও সরকারি সংস্থাগুলোর কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দফতর।

410

সদ্য বকেয়া ডিএ-র অংশ মেটাতে এক বড় সিদ্ধান্ত নিল নবান্ন। নিয়োগ করা হয়েছে নোডাল অফিসার।

510

এরই সঙ্গে শোনা যাচ্ছে, নবান্নর পক্ষ থেকে দিন ঠিক করা হয়েছে। কবে কর্মীদের ডিএ দেওয়া হবে তার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।

610

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও ইউটিউব ভিডিও-তে এমনই দাবি করা হয়েছে। তবে, দ্রুত কি বকেয়া মেটাবে রাজ্য সরকার?

710

নবান্ন সূত্রে খবর নোডাল অফিসার নিয়োগের ব্যাপারে সেরকম কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।

810

তেমনই এখনও সরকারের পক্ষ থেকে কোনও দিন নির্দিষ্টও করা হয়নি।

910

তবে, জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফে বকেয়া প্রদানের ব্যাপারে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। দফতরে দফতরে চলছে সমীক্ষা।

1010

সকল পদ্ধতি সম্পন্ন হবে শীঘ্রই ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানো হবে বলে খবর। তবে, আপাতত কোনও সঠিক তারিখ ঘোষণা করা হয়নি সরকারের পক্ষ থেকে।

Read more Photos on
click me!

Recommended Stories