এই মামলা ঘিরে কনফেডারেশন অব স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ-র তরফে মলয় মুখোপাধ্যায় বলেন, ‘আগামীকাল নয়া হলফনামা শুনবেন কি শুনবেন না তা এই মুহূর্তে বলতে না পারলেও আমাদের আশা আগামীকাল শুনানির ইতি ঘটবে। … যদি তা না হয় তবে বুধবারের জন্য অপেক্ষায় থাকতে হবে। তবে, আমরা সপকারের এই মামলা দীর্ঘ থেকে দীর্ঘতর প্রয়াস তীব্র নিন্দা জানাচ্ছি।’