Weather Report: রেহাই নেই বৃষ্টি থেকে, ফের বঙ্গে নিম্নচাপের চোখ রাঙানি, কেমন থাকবে শহরের আবহাওয়া?

Published : Aug 12, 2025, 06:42 AM IST

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ থেকেই উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি।

PREV
15

ফের একবার বাংলায় প্রবেশ করতে চলেছে আরও একটি নিম্নচাপ। উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপরে তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল। এমনই খবর হাওয়া অফিস সূত্রে। তেমনই আবার অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত আছে মৌসুমি অক্ষরেখা। যা জলপাইগুড়ির ওপর দিয়ে গিয়েছে। এই দুই কারণে ফের বৃষ্টি হতে পারে পশ্চিম বঙ্গে।

25

আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং-এ। তেমনই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও হবে বৃষ্টি। তবে, শুক্রবার থেকে বৃষ্টি কমবে।

35

জানা গিয়েছে, ১৩ অগাস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা ফরিদকোট, লুধিয়ানা, নাজিমাবাদ, শাহজাহানপুর বাল্মিকনগর এবং জলপাইগুড়ির ওপর দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল পর্যন্ত যাবে। এর কারণে হবে বৃষ্টি।

45

এদিকে আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলোতেও হতে পারে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তেমনই বৃষ্টির পাশাপাশি বইবে দমকা হাওয়া। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, নদিয়ায় বইতে পারে ঝোড়ো হাওয়া।

55

বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও কলকাতায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

Read more Photos on
click me!

Recommended Stories