সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রাজ্য় সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা মামলা। গত ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শেষ হয়েছে ডিএ মামলার শুনানি। কিন্তু তারপর এখনও রায় ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট। রায় সংরক্ষণ করেছিল। রাজ্য সরকারকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে রাজ্য সরকারের রিপোর্টের ওপর ভিত্তি করে বাকি পক্ষকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিল। তারই ভিত্তিতে ডিএ মামলার সঙ্গে যুক্ত সবপক্ষই রিপোর্ট দাখিল করেছে।