দারুণ খবর! নতুন বছরে বাংলার মহিলারা পাবেন কড়কড়ে ৫০০০ টাকা, আজই আবেদন করুন এই প্রকল্পে

Published : Dec 20, 2025, 10:40 AM IST

পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য 'জাগো প্রকল্প' নামে এক নতুন প্রকল্প চালু করছে। এই প্রকল্পের অধীনে, যোগ্য ও নথিভুক্ত গোষ্ঠীগুলিকে এককালীন ৫০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই সুবিধা পেতে গোষ্ঠীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা আবশ্যক।

PREV
15

বাংলার অধিকাংশ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা করে দিয়ে থাকে মমতা সরকার। কখনও মেলে এককালীন টাকা। বিভিন্ন সরকারি ভাতা বা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এই রাজ্যের বহু মানুষ। এরই সঙ্গে মেলে বিভিন্ন বাড়তি সুবিধাও।

25

এই রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে মানবিক প্রকল্প। এই সকল প্রকল্প বা ভাতা দ্বারা মাসে মাসে মেলে ১০০০ থেকে ১৫০০ টাকা। তবে এবার ৫ হাজার টাকা করে দেবে সরকার। বাংলায় চালু হচ্ছে আরও এক সুপারহিট প্রকল্প। যার নাম জাগো প্রকল্প। এই স্কিমের আওতায় প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত মিলবে। সুবিধা পাবেন রাজ্যের মহিলারা।

35

বাংলায় চালু থাকা বিভিন্ন প্রকল্পের মধ্যে খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। এবার আরও এক প্রকল্প এল মহিলাদের জন্য।বর্তমানে সাধারণ জাতির মহিলারা পান ১০০০ টাকা, তপশিলি জাতির মহিলারা পান ১২০০ টাকা। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল এই ভাতা। এরই মাঝে এল নতুন প্রকল্পের কথা।

45

জানা যাচ্ছে. রাজ্যজুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলোতে মোট ৫ হাজার কোটি টাকা দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় আছে প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী। এই সকল গোষ্ঠীকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। সেল্ফহেল্প গ্রুপের মহিলাদের জন্য রাজ্য সরকারের তরফে জাগো প্রকল্প আনা হয়েছে। যার দ্বারা মিলবে এই টাকা।

55

এখন প্রশ্ন হল আবেদন করবেন কীভাবে? এই সুবিধা পেচে স্বনির্ভর গোষ্ঠীকে নথিভুক্ত হতে হবে। গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। সেল্ফহেল্প গ্রুপের যাদের টার্ম লোন, বা ক্যাশ ক্রেডিট লিমিট আছে তারাই পাবেন সুবিধা। তবে, এই গোষ্ঠী কেবল মহিলা দ্বারাই পরিচালিত হতে হবে।

Read more Photos on
click me!

Recommended Stories