- Home
- West Bengal
- West Bengal News
- মোদীর সভায় তাহেরপুরে যাবেন কি দিলীপ ঘোষ? প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে স্বাগত বিজেপি নেতার
মোদীর সভায় তাহেরপুরে যাবেন কি দিলীপ ঘোষ? প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে স্বাগত বিজেপি নেতার
বিজেপি নেতা দিলীপ ঘোষের মতে, প্রধানমন্ত্রী মোদীর পশ্চিমবঙ্গ সফর নির্বাচনের জন্য নয়, বরং উন্নয়নের লক্ষ্যে। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই সফরের ফলে রাজ্যের উন্নয়নমূলক কাজ আরও গতি পাবে।

মোদীর বঙ্গ সফর নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া
বিজেপি নেতা দিলীপ ঘোষ শনিবার বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরকে নির্বাচনের সঙ্গে যুক্ত করা উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত সারা দেশে উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পর্যালোচনা করতে ভ্রমণ করেন।
"অনেকেই এই সফরকে নির্বাচনের সঙ্গে যুক্ত করছেন, কিন্তু প্রধানমন্ত্রী মোদী সারা দেশে উন্নয়নমূলক কর্মসূচির জন্যই ভ্রমণ করেন," প্রধানমন্ত্রীর রাজ্য সফর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন।
উন্নয়নের কথা বলেন দিলীপ
একটি দীর্ঘদিনের অমীমাংসিত পরিকাঠামো প্রকল্পের কথা তুলে ধরে বিজেপি নেতা বলেন, বারাসাত থেকে বড়াজাগুলি পর্যন্ত প্রায় ১৭-১৮ কিলোমিটার রাস্তা গত ১০-১৫ বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে।
"রাজ্য সরকার জমি ছাড়পত্র না দেওয়ায় এই রাস্তা আগে তৈরি করা যায়নি। এখন এই রাস্তা তৈরি হলে সবার সুবিধা হবে," তিনি যোগ করেন। প্রধানমন্ত্রী তার পশ্চিমবঙ্গ সফরে উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন বলে কথা আছে।
মোদীর সভায় অনিশ্চিত দিলীপ!
আজ সকাল পর্যন্ত দিলীপ ঘোষ ছিলেন পশ্চিম মেদিনীপুরে। সেখানেই তাঁর পৈত্রিক বাড়ি। সেখান থেকেই মোদীর বঙ্গ সফরকে স্বাগত জানিয়েছেন তিনি। কিন্তু তিনি নিজে তাহেরপুরে মোদীর সভায় উপস্থিত থাকবেন কিনা তা অবশ্য স্পষ্ট করে বলেননি। দিলীপ ঘোষ বর্তমানে রাজ্য বিজেপির কোনও পদে নেই। তাই তিনি যদিও তাহেরপুরে মোদীর সভায় যান তাহলে তাঁর ঠাঁই হবে দর্শক আসনে।
আগের মোদীর সভা
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য দুটি জনসভায় উপস্থিত হননি দিলীপ ঘোষ। জুলাই মাসে দুর্গাপুর ও অগস্ট মাসে দমদমে মোদী জনসভা করেছিলেন। সেখানেও আমন্ত্রণপত্র না পাওয়া ও ব্যক্তিগত - পূর্বনির্ধারিত কাজ- এজাতীয় অজুহাত দেখিয়ে এড়িয়ে গিয়েছিলেন। তাই এবার কি করবেন দিলীপ ঘোষ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাজ্য রাজনীতিতে দিলীপের স্থান
বর্তমানে রাজ্য রাজনীতিতে কিছুটা হলেও কোনঠাসা দিলীপ ঘোষ। গত লোকসভা কেন্দ্রে হারের পর থেকেই দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব বাড়ছিল রাজ্য বিজেপির। কিন্তু দিঘায় জগন্নাথ মন্দির দর্শন ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠকের পরই দিলীপ রাজ্য বিজেপিরে প্রায় একঘরে হয়ে পড়েন। শমীক ভট্টাচার্য বিজেপির দায়িত্ব নিয়েও দিলীপের একাকীত্ব রোধ করতে পারেননি।

