Published : May 28, 2025, 12:37 PM ISTUpdated : May 28, 2025, 01:08 PM IST
সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে। নবান্ন ধাপে ধাপে বকেয়া ডিএ মেটানোর প্রস্তুতি শুরু করেছে। প্রায় আট লক্ষ কর্মচারী বকেয়া ডিএ পাওয়ার যোগ্য।
গত ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় নির্দেশ দেয় যে, রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে। এবার এই টাকা মিটিয়ে দেওয়ার তোরজোর করছে নবান্ন। কবে মিলবে এই টাকা?
29
সুপ্রিম কোর্টের নির্দেশের পর, রাজ্যের অর্থ দফতর সমস্ত দফতরের কাছে জানতে চেয়েছে, কতজন কর্মচারী ডিএ পাওয়ার অধিকারী। এই পদক্ষেপ থেকে ধারণা করা হচ্ছে, নবান্ন ধাপে ধাপে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর প্রস্তুতি শুরু করেছে।
39
বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত কর্মচারীর সংখ্যা আড়াই লক্ষের একটু বেশি। এর পাশাপাশি প্রায় ৩ লক্ষ ৮০ হাজার স্কুলশিক্ষক রয়েছেন।
এ ছাড়া পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম এবং অন্যান্য সরকার পোষিত স্বশাসিত সংস্থায় কর্মরত প্রায় এক লক্ষ কর্মচারী রয়েছেন। সব মিলিয়ে প্রায় আট লক্ষ কর্মচারী বকেয়া ডিএ পাওয়ার অধিকারী।
59
এ ছাড়াওএই DA পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এই তালিকায় অন্তর্ভুক্ত, ফলে মোট সংখ্যা ১০ লক্ষ ছাড়াতে পারে বলে মনে করছে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন।
69
এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সব দফতরকে পৃথকভাবে জানাতে বলা হয়েছে, কতজন কর্মচারী বর্তমানে ডিএ পাওয়ার যোগ্য এবং কতজন অবসরপ্রাপ্ত কর্মী এই সুবিধার আওতায় পড়েন?
79
কারণ, ২০০৯ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে চালু হওয়া পঞ্চম বেতন কমিশনের রূপার মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালে। ফলে ২০১৯ সালের পরে যাঁরা সরকারি চাকরিতে যোগ দিয়েছেন, তাঁরা এই ২৫ শতাংশ বকেয়া ডিএ-র আওতায় পড়বেন না।
89
এই সুবিধা শুধুমাত্র তাঁদের জন্য প্রযোজ্য, যাঁরা ২০০৯ সাল থেকে বা তার আগে থেকে চাকরিতে ছিলেন বা এখনও কর্মরত আছেন। তবে ২০০৯ সালের পরের ১০ বছরে যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন, তাঁরাও তাঁদের চাকরির সময়কাল অনুযায়ী আংশিক ডিএ পাওয়ার যোগ্য হবেন।
99
অন্যদিকে, ২০১৬ সালের এসএসসি প্যানেল থেকে যাঁরা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন, তাঁরা এই ডিএ পাবেন না বলে নবান্ন সূত্রে জানা গেছে।