এখনই বাড়ছে না DA! কড়া নির্দেশ দিল নবান্ন, বেতন বাড়া নিয়ে ফের ধোঁয়াশায় সরকারি কর্মীরা

Published : Jan 04, 2025, 09:00 AM IST

এখনই বাড়ছে না DA! কড়া নির্দেশ দিল নবান্ন, বেতন বাড়া নিয়ে ফের ধোঁয়াশায় সরকারি কর্মীরা

PREV
19

রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করল নবান্ন। এবার বাড়তে পারে ডিএ।

29

জানুয়ারি থেকে ৩ শতাংশ ডিএ দেবে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে ৫৩ শতাংশ ডিএ পাবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

39

কিন্তু এখনও কোনও ঘোষণা নেই রাজ্য সরকারি তরফে। এই নিয়েই ক্ষোভ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের মধ্য়ে।

49

গত বড়দিনের সময়তে ৪ শতাংশ ডিএ বেড়েছিল রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু এখনও পর্যন্ত ডিএ ঘোষণা করা হয়নি রাজ্য সরকারি তরফে।

59

এরই মাঝে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে এখনই বাড়ছে না ডিএ।

69

কেন্দ্রের মতো ডিএ বাড়াতে পারব না। কারণ রাজ্যের আর্থিক অবস্থা এত ভাল নয়।

79

এতে সমস্যা থাকলে আপনারা কেন্দ্রীয় সরকারি চাকরি করতে পারে। কিন্তু আপাতত ডিএ বাড়বে না।

89

এদিকে ক্রমাগত ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। মমতা সরকার বিভিন্ন বাড়াতে পারলেও দিতে পারছে না ডিএ।

99

তাই কবে ডিএ বাড়ছে তা নিয়ে এখনও অনিশ্চিত রাজ্য সরকারি কর্মীরা।

click me!

Recommended Stories