খেল দেখাবে বৃষ্টি। সঙ্গে নাকি দোসর হবে শীত। সামনের সপ্তাহ থেকে বাংলায় ভোল বদলে যাবে আবহাওয়ার! কী বলছে পূর্বাভাস। রইল আবহাওয়ার আগাম আপডেট।
বাড়ছে শীতের আমেজ। শুক্রবার শহর কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। বেশ উপভোগ করছেন শীতপ্রেমীরা।
জানুয়ারি হয়তো ডিসেম্বরের মত নিরাশ করবে না। এমনটাই ভাবছেন সকলে। তবে এরই মাঝে দোসর হচ্ছে বৃষ্টি।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোন কোন জেলা ভিজবে? বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Department)।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার পর্যন্ত একই রকম থাকবে তাপমাত্রা। শীতের আমেজ থাকবে ভরপুর।
সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শেষে ফের সেই আমেজ মাটি করবে পশ্চিমী ঝঞ্ঝা।
আবারও আবহাওয়ার বদল হতে পারে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। এক হাফে ফের চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা।
তবে ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টি হবে না কোথাও।
দক্ষিণবঙ্গের একাধিক পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কুয়াশায় সতর্কতা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশার প্রভাব দেখা যাবে।
উত্তরবঙ্গে (North Bengal Weather) ফের বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দার্জিলিং-এ বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হবে। হতে পারে তুষারপাতও।