লক্ষ্মীর ভাণ্ডারে জন্য জনুয়ারি থেকে নয়া শর্ত লাগু, বার্ধক্য ভাতা আর বিধবা ভাতার টাকা আটকে গেলে এটা করতে হবে

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার। আর বার্ধক্য় ভাতা ও বিধবা ভাতাও জনপ্রিয় প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর এই দুটি প্রকল্পে সুবিধেভোগীর সংখ্যা বাড়িছেন। কিন্তু তিনটি প্রকল্পের জন্য মানতে হবে কয়েকটি নিয়ম।

 

Saborni Mitra | Published : Jan 3, 2025 5:49 PM
110
বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা

বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আমলে অনেকটা বেড়েছে। উপকৃতের সংখ্যা বেড়েছে। পাশাপাশি টাকা পাওয়ার শর্ত অনেক সহজ হয়েছে।

210
বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার গ্রাহক

বর্তমানে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ৫০৭ জন ও বিধবা ভাতার প্রাপকের সংখ্যা রয়েছে ৮৭ হাজার ৪০৯ জন। দুই প্রকল্পেই মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়।

310
টাকা নিয়ে সমস্যা

সম্প্রতি জানা যাচ্ছে অনেকেই দুই প্রকল্পের টাকা সঠিকভাবে ঢুকছে না। তবে তাদের জন্য চিন্তার কিছু নেই। কিছু তথ্য জমা করলেই সমস্যা দূর হবে।

410
কী কী তথ্য জমা দেবেন

জেলা প্রশাসনের কাছে আপনার লাইফ সার্টিফিকেট জমা দিয়ে আসুন এছাড়া ব্যাংকে গিয়ে কেওয়াইসি জমা করুন। জানুয়ারি মাসে জমা দিলে চলতি মাসেই বকেয়া টাকা পেয়ে যেতে পারেন।

510
বিস্তারিত তথ্য জানতে

এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে BDO বা SDO অফিসে যেতে পারেন। সরকারি আধিকারিকরা সঠিকভাবে বুঝিয়ে দেবে কী কী করতে হবে আপনাকে।

610
জানুয়ারি থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম বদল

জানুয়ারি মাস থেকেই বদলে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়। তাই চলতি মাসেই কতগুলি শর্ত পুরাণ করতে হবে। তাহলেই টাকার সমস্যা থাকবে না।

710
লক্ষ্মীর ভাণ্ডারের শর্ত

জয়েন্ট অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়, নাম আর ঠিকানা সঠিক দিতে হবে। আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক। উপজাতির শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

810
তিনটি মহিলা প্রকল্প

লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতা ও বিধবা ভাতা- তিন প্রকল্পে সমস্ত তথ্য ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যদি ঠিক থাকলে তাহলে টাকা পড়তে সমস্যা নেই।

910
লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা

এবার থেকে যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধেভোগীদের নাম সরাসরি বার্ধক্য ভাতার খাতায় চলে যায় তারও ব্যবস্থা করছে সরকার।

1010
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পের টাকা রাজ্য সরকার মাসের ১৫ দিনের মধ্যে দিয়ে দেয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos