দীপাবলি বাম্পার এই রাজ্যের সরকারি কর্মীদের, ৩% হারে ডিএ বৃদ্ধি হলেও বঙ্গের কর্মীদের বাড়ছে হতাশা

Saborni Mitra   | ANI
Published : Oct 17, 2025, 09:06 AM IST

DA Hike: দেশের একাধিক রাজ্যের সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে। এই উৎসবের মরশুমেই ডিএ বৃদ্ধি করায় উৎসবের আনন্দ দ্বিগুণ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু হতাশ বঙ্গের সরকারি কর্মীরা। 

PREV
17
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। দেশের একাধিক রাজ্যের সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে। এই উৎসবের মরশুমেই ডিএ বৃদ্ধি করায় উৎসবের আনন্দ দ্বিগুণ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু হতাশ বঙ্গের সরকারি কর্মীরা।

27
ডিএ বৃদ্ধি

ভারত সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এই উৎসব মরশুমে ৩% বৃদ্ধি করেছে। একই সঙ্গে দেশের একাধিক রাজ্যও সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছে। এই অবস্থায় হতাশা বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। আসুন দেখেনি কোন কোনও রাজ্যে সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি হলঃ

37
ঝাড়খণ্ড

হেমন্ত সোরেন সরকার তাঁর রাজ্য ঝাড়খণ্ডের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩% হারে ডিএ বৃদ্ধি করেছে। যার কারণে সেই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ ৫৫% থেকে বেড়ে হয়েছে ৫৮%। উপকৃত হবে রাজ্যের তিন লক্ষ সরকারি কর্মী।

47
উত্তরাখণ্ড

পুষ্কর সিং ধামি তাঁর রাজ্য উত্তরাখণ্ডের সরকারি কর্মীদের জন্য ৩% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। সেই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ ৫৮% হয়েছে। ১ জুলাই থেকেই এটি কার্যকর। দীপাবলির উৎসবের আগেই সরকারি কর্মীদের অ্য়াকাউন্টে ডিএ জমা পড়বে।

57
হিমাচল প্রদেশ

সুখবিন্দর সিং সুকু তাঁর রাজ্য হিমাচল প্রদেশের সরকারি কর্মীদের জন্য ৩% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এতে উপকৃত হবেন রাজ্যের ৩ লক্ষেরও বেশি সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। নভেম্বেরেই তারা হাতে পাবেন এই অর্থ।

67
মধ্যপ্রদেশ

মোহন যাদব তাঁর রাজ্য মধ্যপ্রদেশে সরকারি কর্মীদের ২% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছ। সপ্তম বেতন কমিশনের অধীনে ডিএ বেড়ে৫৫% আর ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিআর বেড়ে হয়েচে ২৫২%। ১ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হয়েছে।

77
হতাশ বঙ্গের সরকারি কর্মীরা

তবে এই রাজ্যের সরকারি কর্মী আর অবসরপ্রাপ্তদের ডিএ নিয়ে হতাশা দিনে দিনে বাড়ছে। কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএর জন্য দীর্ঘ দিন ধরেই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি শেষ হলেও রায় ঘোষণা হয়নি। দীপাবলির আগে রায় ঘোষণা হওয়ার কোনও সম্ভাবনাই নেই।

Read more Photos on
click me!

Recommended Stories