- Home
- West Bengal
- West Bengal News
- দুর্গাপুরকাণ্ডে রহস্য ঘনীভূত নির্যাতিতার সহপাঠীকে নিয়ে, হোস্টেল থেকে উদ্ধার ১১টি কন্ডোম
দুর্গাপুরকাণ্ডে রহস্য ঘনীভূত নির্যাতিতার সহপাঠীকে নিয়ে, হোস্টেল থেকে উদ্ধার ১১টি কন্ডোম
Durgapur Rape case: দুর্গাপুর ধর্ষণকাণ্ডে রহস্য ক্রমশই বাড়ছে। নির্যাতিতার সহপাঠীকে নিয়ে রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে। তদন্তকারীদের একাংশের মতে নির্যাতিতার সহপাঠী কখনই সন্দেহের উর্ধ্বে নয়

রহস্য বাড়ছে
দুর্গাপুর ধর্ষণকাণ্ডে রহস্য ক্রমশই বাড়ছে। নির্যাতিতার সহপাঠীকে নিয়ে রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে। তদন্তকারীদের একাংশের মতে নির্যাতিতার সহপাঠী কখনই সন্দেহের উর্ধ্বে নয়। তদন্তকারীদের কথায় সহপাঠীর বয়ানে অসঙ্গি রয়েছে। পাশাপাশি ঘটনার দিন রাতে তার আচরণ ছিল রীতিমত সন্দেহজনক।
জঙ্গলের পরে হোস্টেলে তল্লাশি
আজ, মঙ্গলবার নির্যাতিতার সহপাঠীকে নিয়ে পুলিশ প্রথমে জঙ্গলে গিয়েছিল। সেখানে একদফা জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই ধৃতকে নিয়ে হোস্টেলে তল্লাশি চালায় তদন্তকারীরা। সেখানেই ঘটনা অন্যদিকে মোড় নেয়।
হোস্টেলে কন্ডোম উদ্ধার
তদন্তাকারী সূত্রের খবর, নির্যাতিতার সহপাঠীর ঘরে তল্লাশি করে তদন্তকারীরা ১১টি কন্ডোম পেয়েছেন। অন্যদিকে জঙ্গলে অর্থাৎ যেটি ক্রাইম সিন সেখান থেকে উদ্ধার হয়েছে ১টি কন্ডোম। তদন্তকারী সূত্রের খবর, ঘটনাস্থলের কন্ডোমটি অব্যাবহৃত।
নমুনা সংগ্রহ
তদন্তকারী সূত্রের খবর, উদ্ধার হওয়া কন্ডোমগুলির নমুনা সংগ্রহ করে সেগুলি পরীক্ষার জন্য পাঠান হয়েছে। বাকি উদ্ধার হওয়া সামগ্রী গুলিও পরীক্ষার জন্য পাঠান হয়েছে। এদিন সকালেও সহপাঠীকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে জেরা করেছিল। এই নিয়ে দুর্গাপুরকাণ্ডে এখনও পর্যন্ত ৬জনকে গ্রেফতার করা হয়েছে।
নির্যাতিতার পরিবারের দাবি
নির্যাতিতার পরিবার অর্থাৎ তাঁর বাবা প্রথম থেকেই সহপাঠীকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন। সহপাঠী মালদার বাসিন্দা। ধৃতের বাবা কংগ্রেস নেতা ও পঞ্চায়েত সদস্য। নির্মাণ সামগ্রী, মাছ, আমের ব্যবসা রয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।

