ভরা বৈশাখে শীত নামল কলকাতায়! ভাঙল ২০ বছরের রেকর্ড, ১৯ ডিগ্রিতে তরতরিয়ে নামল পারদ, তবে কী এবার গরম বিদায় নিল?

Published : Apr 30, 2025, 08:45 AM IST

Weather: কলকাতায় এপ্রিল মাসে তাপমাত্রার আকস্মিক পতন ঘটেছে, যা ২০ বছরের মধ্যে দেখা যায়নি। সোমবার বিকেল থেকে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করে এবং রাতে বৃষ্টিপাতের পর আরও কমে যায়। তবে কি গরম বিদায় নিল? 

PREV
18

এ যেন গ্রীষ্ম নয়, বরং সবে গ্রীষ্মের শেষ। ভরা এপ্রিলে এমনই এক রাত দেখল কলকাতাবাসী। তাপমাত্রা নেমে গেল হুড়মুড়িয়ে।

28

এই শীতে ঠান্ডাও পড়েনি সেরকম। আবার এপ্রিলের গরমেও ফ্যান বন্ধ করে রাখার মতো অবস্থা হল রাজ্যের বহু শহরে।

38

সোমবার সকালেও পারদ চড়া ছিল। কিন্তু বিকেল থেকেই শুরু হল তাপমাত্রার আশ্চর্য পতন। এক্কেবারে হুহু করে নেমে গেল পারদ।

48

সোমবার সন্ধে হতে না হতেই কলকাতা-সহ বেশ কিছু অঞ্চলেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। বেশ কিছু জায়গায় দেখা যায় শিলাবৃষ্টি।

58

সারারাত চলে বিদ্যুতের খেলা। রাতের দিকেও বৃষ্টিপাত দেখা যায় বেশ কিছু অঞ্চলে। এরপরেই কমতে থাকে তাপমাত্রা।

68

সোমবারের আলিপুর আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২০ বছর পরে এভাবে আবহাওয়ার পতন হয়েছে।

78

গত বছর ৩০ এপ্রিল তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে ৩০ এপ্রিল ২০২৫ তাপমাত্রা ১৯ ডিগ্রিতে।

88

শেষ ১৯৯৭ সালে ভরা বৈশাখে এমন শীতল রাত দেখেছিল কলকাতা। আগামী ৩-৪ দিন আরও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত তাপ প্রবাহের আশঙ্কা নেই কলকাতায়।

click me!

Recommended Stories