মহাযজ্ঞ, ধ্বজা ওড়ানোর পর আজ অক্ষয়তৃতীযাতে দীঘার মন্দিরে জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠা এবং দ্বারোদ্ঘাটন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মন্দিরের দ্বারোদ্ঘাটনের শুভ সূচনা হবে আজ।
210
দীঘাকে ধর্মীয় কেন্দ্র হিসেবে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার
শুধু পর্যটনকেন্দ্র নয়, দীঘাকে এবার ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। অক্ষয় তৃতীয়ায় অর্থাৎ আজ ৩০ এপ্রিল দীঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। পুরীর আদলেই দীঘায় তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দিরের উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয় উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠক।
310
পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির
অক্ষয় তৃতীয়া, শুভ লগ্নে দীঘার নতুন জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাবে ভক্তদের জন্য। হিডকোর তত্ত্বাবধানে নির্মিত এই মন্দিরের আদল একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের মতো। থাকছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য তিনটি পৃথক রথ, নির্মাণ করা হবে বিশেষ চৈতন্য ফটকও।
অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরেই তার দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। মন্দির উদ্বোধনের দিনে কোন দফতরের কী দায়িত্ব থাকবে, তার রূপরেখা আগেই নবান্ন থেকে বৈছকে ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
510
বুধবার সকালে প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ
প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ বুধবার সকাল ১১টা ১০ থেকে ১১টা ৩০ মিনিট। ওই ২০ মিনিটের মধ্যেই দেবতার সর্বাঙ্গে কুশের স্পর্শ করা হবে। রুদ্ধ দরজার ভিতরে হবে প্রাণপ্রতিষ্ঠা।
610
প্রাণপ্রতিষ্ঠার পর জগন্নাথের স্নান
প্রাণপ্রতিষ্ঠার পরেই জগন্নাথের স্নান হবে। তারপর মহাপ্রভুকে রাজকীয় পোশাক ও সোনার গয়নায় সাজানো হবে। এরপর ৫৬ ভোগ অর্পণ করা হবে জগন্নাথের উদ্দেশে। দুপুর আড়াইটে নাগাদ সাংস্কৃতিক অনুষ্ঠান।
710
বিকালে মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী
অক্ষয় তৃতীয়ার বিকালে শুভ সময় বিকাল ৫টা থেকে ৫টা ১০ মিনিট। ওই সময়েই মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথের উদ্দেশে প্রথম সন্ধ্যারতিও করবেন মুখ্যমন্ত্রী।
810
হিডকোর তত্বাবধানে তৈরি জগন্নাথ মন্দির
২০২২ সালের অক্ষয় তৃতীয়ায় ২৫ একর জমিতে জগন্নাথধাম ও সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়। রাজ্য সরকারের তরফে নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে। খরচ হচ্ছে প্রায় ২০০ কোটি টাকা।
910
কড়া নিরাপত্তায় মোড়া দীঘা
জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দীঘায় এখন কড়া নিরাপত্তা ব্যবস্থা। রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থা। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সরাসরি সম্প্রচার দেখার জন্য জায়গায় জায়গায় লাগানো হয়েছে এলইডি স্ক্রিন। বিশেষ নজর থাকছে যান নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও।
1010
বিধানসভা ভোটের আগে বড় ধামাকা রাজ্য সরকারের
পুলিশ, জনস্বাস্থ্য কারিগরি, স্বাস্থ্য, পরিবহণ, দমকল, তথ্য ও সংস্কৃতি ও সমস্ত দফতরের মধ্যে সমন্বয় রেখে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ আগেই দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দীঘার পথে প্রতিটি থানা এলাকায় মেডিক্যাল ক্যাম্প রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাখতে বলা হয়েছে অ্যাম্বুল্যান্সও। সব মিলিয়ে ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে এই জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে প্রশাসনের তৎপরতাকে অর্থবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।