ডিএ আন্দোলনের প্রথম সরিতে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই সংগঠনের পক্ষ থেকেই রজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি গিয়ে পেনশন প্রাপকদের ডিএ না পাওয়ার কথা জানান হয়েছে।
512
সংগ্রামী যৌথ মঞ্চের দাবি
সংগ্রামী যৌথ মঞ্চের দাবি পেনশন প্রাপকদের ডিএ দ্রুত মিটিয়ে দিতে হবে। পাশাপাশি পেনশন প্রাপকদের বার্ষিক ৬ শতাংশহরে সুদও দিতে হবে। এই গাফিলতির জন্য।
612
দোষীদের সাজা
সংগ্রামী যৌথ মঞ্চের চিঠিতে আরও বলা হয়েছে, পেনশন প্রাপকদের ডিএ ন দেওয়ার ঘটনায় যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।
712
ডিএ বৃদ্ধি
বাজেট অধিবেশনে গত ১২ ফেব্রুয়ারি রাজ্যের সরকারি কর্মী আর পেনশনভোগীদের মহার্ঘ ভাতা আর মহার্ঘ ত্রাণ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
812
ডিএ বৃদ্ধি
রাজ্য সরকার ৪% হারে ডিএ আর ডিআর বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। এপ্রিল থেকে এই ডিএ কার্যকর হওয়ার কথা ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
912
উপকৃত হয়েছে
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হয়েছে রকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার অধিকৃত, পঞ্চায়েত, পুরসভার কর্মীরা। তাদের ডিএ ১৮ শতাংশ পৌঁছে গেছে।
1012
বাদ গিয়েছেন পেনশনভোগীর
সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ডিএ পাওযার কথা পেনশনভোগী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। কিন্তু তারা এখনও ডিএর টাকা পাননি।
1112
ডিএ আন্দোলন
রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রে সঙ্গে সমান হারে ডিএ পাওয়ার দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছেন। পাশাপাশি আইনি লড়াই লড়ছেন।
1212
কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক
বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএর ফারাক রয়েছে ৩৭ শতাংশ।