এবার ১৮ মাসের বকেয়া DA মিটিয়ে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এমনই সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।
28
বহুদিন ধরেই DA নিয়ে বচসা চলছিল রাজ্য সরকারি কর্মী ও সরকারের মধ্যে। বকেয়া টাকা পেতে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছেন রাজ্য সরকারি কর্মীরা। এবার সেই সমস্যার সমাধান মিটে যেতে পারে এক্কেবারেই।
38
বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। এবার ১৮ মাসের বকেয়া ডিএ (DA) ধাপে ধাপে মিটিয়ে দিতে চলেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের রায় যেতে পারে রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই।
সব ঠিক ঠাক থাকলে এপ্রিল মাস থেকে ধাপে ধাপে এই বকেয়া টাকা মিটিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। এমনিতেই কেন্দ্র ও রাজ্য DA-র একটা তুমুল ফারাক রয়েছে।
58
সব মিলিয়ে কেন্দ্র দিচ্ছে প্রায় ৫৩ শতাংশ ডিএ অন্যদিকে রাজ্য সরকারের ডিএর পরিমান ১৮ শতাংশ যার ফলে বেশ অনেকটাই ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা।
68
এবার সেই সমস্যা মিটে যেতে পারে এক্কেবারেই। ১৮ মাসের বকেয়াও মিটিয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
78
আগামী ২৫ মার্চ এই মামলার শুনানি রয়েছে। এই মামলায় সরকারি কর্মচারীদের পক্ষেয় রায় দিতে পারে সুপ্রিমকোর্ট বলে আশাবাদী তাঁরা।
88
সরকারি কর্মীদের মনে আর কোনও ক্ষোভ রাখতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার খুশির খবর দিতে পারেন। ধাপে ধাে মিটিয়ে দেওয়া হবে এই বকেয়া টাকা বলেই জানা গিয়েছে।