- Home
- West Bengal
- West Bengal News
- 7th Pay Commission: মমতার ঘোষণায় দ্বিগুণ হবে রাজ্য সরকারি কর্মীদের বেতনও! নূন্যতম স্যালারি হতে পারে ৬০ হাজার টাকা
7th Pay Commission: মমতার ঘোষণায় দ্বিগুণ হবে রাজ্য সরকারি কর্মীদের বেতনও! নূন্যতম স্যালারি হতে পারে ৬০ হাজার টাকা
7th Pay Commission: মমতার ঘোষণায় দ্বিগুণ হয়ে যেতে পারে রাজ্য সরকারি কর্মীদের বেতনও! নূন্যতম স্যালারি হতে পারে ৬০ হাজার টাকা

এবার দ্বিগুণ হবে রাজ্য সরকারি কর্মীদের বেতনও। 7th Pay Commission এর ফলে দারুণ লাভ হবে সরকারি কর্মীদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় এক ধাক্কায় বেড়ে যেতে পারে হাজার হাজার টাকা বেতন।
ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন করেছে কেন্দ্র। এবার কেন্দ্রের দেখানো পথেই হাঁটতে পারে পশ্চিমবঙ্গ সরকার। বেতন বাড়তে পারে হু হু করে।
এমনিতেই ষষ্ঠ বেতন কমিশন গঠন হয়েছে ১০ বছর হল এবার সপ্তম বেতন কমিশন গঠন করার ভাবতেই হবে রাজ্য সরকারকে । তার প্রধান কারণ মূল্য বৃদ্ধি।
অন্যদিকে DA নিতে অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মীরা। এখনও পর্যন্ত বহু টাকা বকেয়া রয়েছে। এই নিয়ে কেসও চলছে সুপ্রিম কোর্টে।
তার মধ্যে রাজ্য বাজেটে ৪ শতাংশ DA ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের মোট ডিএ দেওয়া হয়েছে ১৮ শতাংশ।
অন্যদিকে সব মিলিয়ে ৫৩ শতাংশ ডিএ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যার জেরে কেন্দ্র রাজ্য ডিএ-র ব্যবধান আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে।
তাই এবার সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। এর ফলে হুহু করে বেড়ে যাবে বেতন। দ্বিগুণ টাকা বেতন পাবেন সরকারি কর্মীরা।
মূদ্রাস্ফিতির কথা ভেবে নূন্যতম বেতন ৬০ হাজার টাকা করার কথাও ভাবতে পারে রাজ্য সরকার। আসন্ন ভোটের আগে দারুণ সুখবর দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই সেপ্টেম্বরেই সুখবর দিতে পারে রাজ্য সরকার।
সামনের বছর জানুয়ারি মাস থেকে বেড়ে যেতে পারে মোটা টাকা বেতন।
