- Home
- West Bengal
- West Bengal News
- Salary Hike: সরকারি কর্মীদের দ্বিগুণ বেতন বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়! নূন্যতম স্যালারি কত হতে পারে?
Salary Hike: সরকারি কর্মীদের দ্বিগুণ বেতন বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়! নূন্যতম স্যালারি কত হতে পারে?
7th pay Commission: কেন্দ্রের পথে হেঁটে রাজ্য সরকার কর্মীদের বেতন বাড়াতে পারে। সপ্তম বেতন কমিশন গঠিত হলে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে বেতন দ্বিগুণ হতে পারে।
17

Image Credit : Freepik
এবার কেন্দ্রের মতোই টাকা দেবে রাজ্য সরকার। কেন্দ্রের মতো পাল্লা দিয়ে বেতন বাড়াবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
27
Image Credit : Freepik
ইতিমধ্যেই অষ্টম পে কমিশন গঠন করে ফেলেছে কেন্দ্র। কিন্তু পে কমিশন তো দূরস্থ খুব একটা বেশি DA-ও বাড়ায়নি পশ্চিমবঙ্গ সরকার।
37
Image Credit : Freepik
এরপর রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার।
47
Image Credit : Freepik
যদি সপ্তম বেতন কমিশন গঠন হয়, তাহলে একধাক্কায় দ্বিগুণ বেড়ে যেতে পারে রাজ্য সরকারি বেতন।
57
Image Credit : Freepik
যদি সপ্তম পে কমিশন বসানো হয় তাহলে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে দ্বিগুণ বেতন বাড়িয়ে দিতে পারে রাজ্য সরকার।
67
Image Credit : Freepik
শেষ ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল ১০ বছর আগে। এরপর সপ্তম বেতন কমিশন গঠন করার সময় হয়ে গিয়েছে।
77
Image Credit : stockPhoto
যদি সপ্তম বেতন কমিশন গঠন করে ফেলা হয় তাহলে এক ধাক্কায় অনেকটা বেতন বেড়ে যাবে এই রাজ্যে।
Latest Videos

