News Round Up: এসআইআর-এ মৃতদের ক্ষতিপূরণ ঘোষণা থেকে টি২০ ফর্ম্যাটে তৃতীয় শতরান, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Dec 02, 2025, 08:33 PM IST
News RoundUp

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. SIR ইস্যুতে প্রথম থেকেই সরব ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি আরও একধাপ এগিয়ে SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশাপাশি SIR আতঙ্কে অসুস্থ হয়ে যাওয়া ব্যক্তি ও মহিলাদের আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
 

SIR-'ক্ষতিপুরণ' ঘোষণা মমতার, আতঙ্কে মৃত ও অসুস্থদের লক্ষ টাকার আর্থিক সাহায্য সরকারের

২. বছর শেষ হলেই রাজ্যে বেজে যাবে ছাব্বিশের ভোটের দামামা। ২০১১ সালে পালা বদলের পর পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের শাসনকালের সাড়ে ১৪ বছর কেটে গিয়েছে। টানা তিনবার ক্ষমতা ধরে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশেও কী টিকে থাকতে পারবে তৃণমূল কংগ্রেস? নিজের সরকারের জনহিতকর কাজ নিয়ে 'উন্নয়নের পাঁচালি' প্রকাশ করলেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

ছাব্বিশের ভোটে বঙ্গে টিকে থাকতে পারবে তৃণমূল? রাজ্যবাসীকে সাড়ে ১৪ বছরের 'উন্নয়নের পাঁচালি' মমতার

৩. এবার সুখটান থেকে সুখ উধাও হতে চলেছে। শুধু তাই নয়, সিগারেটের সঙ্গে বাড়তে পারে পানমশলার দামও। সোমবার লোকসভায় শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই তামাক ও তামাকজাত পণ্য নিয়ে দুটি বিল পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

সুখ টানে এবার সুখ উধাও! নির্মলার ২টি বিলে সিগারেট-পান মশলার দাম আকাশ ছুঁতে পারে

৪. ঘূর্ণিঝড় দিতোয়ার দাপটে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা। প্রাণহানি থেকে শুরু করে ঘরবাড়ি ভেসে গিয়েছে জলের তোড়ে। ঝড়ের কারণে বিপর্যস্ত জনজীবন। এই অবস্থায় শ্রীলঙ্কাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। আর তাতেই বাঁধল চরম বিপত্তি। কারণ, কলম্বোর জন্য পাকিস্তানের পাঠানো ত্রাণ সামগ্রিতে রয়েছে মেয়াদউর্ত্তীর্ণ খাবার। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তরজা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে চেয়ে মেয়াদ উত্তীর্ণ ত্রাণ পাঠালো পাকিস্তান

৫. বয়স এখনও ১৫ বছর হয়নি। এরই মধ্যে টি-২০ ফর্ম্যাটে তিনটি শতরান করে ফেললেন বৈভব সূর্যবংশী। ভারতের অনূর্ধ্ব-১৯ দল ও ভারতীয় এ দলের হয়ে ঝোড়ো ব্যাটিং করার পর এখন বিহারের (Bihar) হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) খেলছেন এই কিশোর। ১৪ বছর বয়সি এই ব্যাটার প্রথমবার ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে খেলছেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

সৈয়দ মুস্তাক আলি ট্রফি: ইডেন মাতিয়ে দিলেন, টি-২০ ফর্ম্যাটে তৃতীয় শতরান বৈভবের

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১৯ ডিসেম্বরই সুপ্রিম কোর্ট ঘোষণা করবে DA মামলার রায়? জল্পনা সরকারি কর্মীদের মধ্যে
Suvendu Adhikari: হুমায়ুন সাসপেন্ড হতেই ভয়ঙ্কর কথা শুভেন্দুর! পাশাপাশি ধুয়ে দিলেন মমতাকেও