News Round Up: বঙ্গে উমা বিদায় থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Oct 02, 2025, 08:18 PM IST
News RoundUp

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. নিম্নচাপের প্রভাবে পুজোর শেষলগ্নে ভারী বৃষ্টি। নবমীর রাত থেকেই হাওয়া বদল শুরু হয়েছে। দশমী ও একাদশী ভাসতে পারে কলকাতা সহ কিছু জেলা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। ১ অক্টোবর বুধবার থেকে ৪ অক্টোবর শনিবার পর্যন্ত। বাংলা ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

নিম্নচাপের প্রভাবে বঙ্গে অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়া, কতদিন চলবে বৃষ্টি? জানুন এক ক্লিকে

২. অবশেষে বিদায়বেলা আসন্ন উমার। প্রথা মেনে ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমার। পান্তা ভাত, কচুশাক, চালতার চাটনি খাইয়ে কৈলাসের পথে উমাকে বিদায় জানালো একে একে রাজবাড়ি। প্রতিবছরের মতো ইছামতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন। ভারত-বাংলাদেশ দুই দেশের শতাব্দী প্রাচীন রেওয়াজ। প্রথা মেনে প্রতিমা নিরঞ্জন হল টাকি রাজবাড়ির। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

পান্তা ভাত, কচুশাক খাইয়ে উমা বিদায়, ইছামতীতে দুই দেশের প্রতিমা নিরঞ্জনে দর্শনার্থীদের ঢল

৩. প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে প্রকাশিত হলো RSS-এর শতবর্ষ স্মারক ডাকটিকিট ও নতুন ১০০ টাকার কয়েন। যা ইতিহাসে প্রথম। বুধবার এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর শতবর্ষ উদযাপন উপলক্ষে একটি বিশেষ ডাকটিকিট এবং একটি স্মারক মুদ্রা প্রকাশ করেন তিনি। এই প্রকাশের মধ্যে একটি তাৎপর্যপূর্ণ বিষয় হলো— এই প্রথমবার কোনও ভারতীয় মুদ্রায় ভারত মাতার প্রতিকৃতি স্থান পেল। এই ঐতিহাসিক পদক্ষেপ আরএসএস-এর একশো বছর পূর্তির মাইলফলককে চিহ্নিত করল এবং একইসঙ্গে ভারতীয় মুদ্রার ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করল বলেই মনে করা হচ্ছে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উন্মোচিত হল ১০০ টাকার কয়েন, RSS-এর শতবর্ষে একগুচ্ছ পদক্ষেপ

৪. প্রযুক্তি জগতে ফের একবার ছাঁটাই, এবার তালিকায় যোগ দিল আমেরিকান টেক জায়ান্ট গুগল। সিএনবিসি-র প্রতিবেদন অনুযায়ী, গুগল তাদের ক্লাউড বিভাগ থেকে শতাধিক ডিজাইনারকে ছাঁটাই করেছে। জানা যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর উপর আরও বেশি করে ফোকাস করতে চাইছে কোম্পানি। তাই এই ছাঁটাই। তবে গুগল ঠিক কতজনকে চাকরি থেকে ছাঁটাই করেছে, তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Google Layoffs 2025: গুগলে ফের একবার কর্মী ছাঁটাই! এবার ক্লাউড সেকশন থেকে শতাধিক কর্মী বরখাস্ত

৫. ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয় (india vs west indies live)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের লাঞ্চ বিরতির পরেই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। মাত্র ১৬২ রানে অল-আউট হয়ে গেলেন ক্যারিবিয়ানরা (india-west indies test match)।  বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

IND vs WI Test: মহম্মদ সিরাজের বোলিং দাপট! প্রথম ইনিংসে তছনছ হয়ে গেল ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন-আপ

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট
চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন