News Round-up: রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ থেকে লক্ষ্মীর ভাণ্ডার বিতর্ক, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Nov 20, 2025, 09:32 PM IST
News Round-up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, পুরো দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড-আপে।

১. রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ জানিয়ে হেয়ার স্ট্রিট থানায় লিখিত তথ্য জমা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ১৫ নভেম্বর রাজভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রাজ্যপাল এমন মন্তব্য করেন যা বিদ্রোহ উস্কে দিতে পারে, বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে প্রশ্রয় দিতে পারে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- 'অস্ত্র মজুত' ইস্যুতে তুঙ্গে বন্দ্যোপাধ্যায় বনাম বোসের তরজা, থানায় পাল্টা নালিশ কল্যাণের

২. বাংলাদেশ থেকে ভারতে চলে আসা মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। এমনই অভিযোগ তুলে রাজ্য সরকার ও শাসক দলকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি প্রশ্ন তুলেছেন, কতজন বাংলাদেশি রাজ্যের মানুষের করের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন? তদন্তের দাবি জানিয়েছেন অগ্নিমিত্রা।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- 'লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেন বাংলাদেশি মহিলার অ্যাকাউন্টে?' SIR এর মধ্যেই তদন্তের দাবি বিজেপির

৩. নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে রাজ্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসআইআর প্রক্রিয়াকে পরিকল্পনাহীন ও ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া স্থগিত করবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- SIR অবিলম্বে বন্ধ করার আর্জি! মমতা বন্দ্যোপাধ্যায় এবার কারণ দেখিয়ে চিঠি দিলেন নির্বাচন কমিশনকে

৪. ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। বৃহস্পতিবার তিনি আগরায় গিয়ে বিশ্বের সপ্তম আশ্চার্যের অন্যতম তাজমহল পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তানরা। ২০২০ সালে ভারত সফরে এসে ট্রাম্পও সস্ত্রীক তাজমহল পরিদর্শন করেন।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- তাজমহলে জুনিয়ার ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টের ছেলে স্মৃতিসৌধ ঘুরে দেখেন পরিবারের সঙ্গে

৫. সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি সন্ত্রাসবাদীদের যোগাযোগ! জম্মু ও কাশ্মীর পুলিশের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির একটি দল বৃহস্পতিবার জম্মুতে কাশ্মীর টাইমস-এর দফতরে অভিযান চালিয়েছে। এই সংবাদমাধ্যমের দফতর থেকে একে-৪৭-এর কার্তুজ, পিস্তল রাউন্ডস, তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এই সংবাদমাধ্যমের বিরুদ্ধে দেশবিরোধী কাজকর্মে মদত দেওয়ার অভিযোগ রয়েছে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- কাশ্মীর টাইমস-এর অফিস থেকে অস্ত্র উদ্ধার! SIA তল্লাশির বিরুদ্ধে সরব সংবাদ মাধ্যম

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IndiGo উড়ান পরিষেবায় অচলাবস্থা অব্যাহত, সমস্যায় যাত্রীরা
রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট