News Round Up: উত্তরবঙ্গে 'ম্যান মেড বন্যা' থেকে মেডিসিনে নোবেল জয়, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Oct 06, 2025, 08:07 PM IST
News RoundUp

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক। তাদের ওপর প্রাণঘাতী হামলা চালানোর প্রতিবাদে সোমবার বিকেলে মালদহ জেলাজুড়ে বিক্ষোভে নামে বিজেপি। এদিন নাগরা কাটায় মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে বেধড়ক মারধরের ঘটনার প্রতিবাদে মালদহের চাঁচল শহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বঙ্গ বিজেপি শিবির। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

উত্তরবঙ্গে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু, জেলায়-জেলায় পথ অবরোধ-বিক্ষোভ বিজেপির

২. গত শনিবার থেকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। প্রবল বর্ষণে ব্যাহত জনজীবন। জল আর ধসে রাস্তায় উঠে এসেছে নাগরিক জীবন। সোমবারই উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে উত্তরবঙ্গে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি 'ম্যান মেড বিপর্যয়', মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

৩. কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করে দিয়েছে। কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা তুঙ্গে। এদিকে, বাংলায় ডিএ বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। পঞ্চম বেতন পে কমিশনের আওতায় এখনো অবধি ২৫ শতাংশ বকেয়া টাকা মেটাতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

সপ্তম পে কমিশনের আগেই দিতে হবে বকেয়া ডিএ! কবে টাকা পাবেন বাংলার সরকারি কর্মীরা? বিরাট আপডেট

৪. জাতীয় নির্বাচন কমিনের তরফে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করে দিলেন বিহারে বিধানসভা ভোটের দিনক্ষণ। আগামী নভেম্বর মাসেই বিহারে ভোট। একই মাসে ঘোষণা করে দেওয়া হবে ভোটের ফলাফল। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

দুই দফায় বিধানসভা ভোট বিহারে, জানুন নির্বাচনের সব আপডেট এক ক্লিকে

৫. ফিজিওলজি বা মেডিসিনে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং শিমোন সাকাগুচি। এই তিনজনকে তাঁদের যুগান্তকারী আবিষ্কারের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা আবিষ্কার করেছেন যে কীভাবে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা (Immune system)-কে নিজের অঙ্গের উপর আক্রমণ করা থেকে বিরত রাখা যায়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

ইমিউন সিস্টেম নিয়ে যুগান্তকারী আবিষ্কার! মেডিসিনে নোবেল পেলেন মেরি, ফ্রেড ও শিমোন সাকাগুচি

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?