Khagen Murmu News: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত খোদ সাংসদ। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ গেরুয়া শিবিরের। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Khagen Murmu News: বন্যাবিধ্বস্ত উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক। তাদের ওপর প্রাণঘাতী হামলা চালানোর প্রতিবাদে সোমবার বিকেলে মালদহ জেলাজুড়ে বিক্ষোভে নামে বিজেপি। এদিন নাগরা কাটায় মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে বেধড়ক মারধরের ঘটনার প্রতিবাদে মালদহের চাঁচল শহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বঙ্গ বিজেপি শিবির।
বিক্ষোভ বিজেপির:-
পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখালেন বিজেপির নেতাকর্মীরা। পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিলেন মালদা উত্তরের বিজেপির সাংগঠনিক জেলার সহ সভাপতি রতন দাস ও বিজেপি নেতা প্রশান্ত পাল। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। সূত্রের খবর, উত্তরবঙ্গের নাগরাকাটার বন্যা বিধ্বস্ত এলাকার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।
মাননীয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের নেতৃত্বে উত্তরবঙ্গের অনেক বিধায়ক ও সাংসদ উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য গিয়েছিলেন। শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, গিয়েছিলেন কন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে। হঠাৎ করেই তাদের উপর তৃণমূলের কর্মীরা আক্রমণ করে বলে অভিযোগ।
এই ঘটনায় আক্রান্ত হয়েছেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, এরই প্রতিবাদে গাজোল বিজেপি সংগঠনের পক্ষ থেকে গাজোলের বামন গোলা মোরে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এই দিন গাজোল বিধানসভার বিধায়ক চিনময় দেবের নেতৃত্বে এই কর্মসূচি করা হয় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং, গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজোল এক নম্বর মন্ডল সভাপতি নিহার রঞ্জন মন্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সড়ক অবরোধের জেলে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।
ঠিক কী ঘটেছিল খগেন মুর্মুর সঙ্গে?
প্রসঙ্গত, ডুয়ার্সের নাগরাকাটা। সাম্প্রতিক বন্যায় এলাকার মানুষ একেবারে সর্বস্বান্ত। ঘরবাড়ি জলমগ্ন, ফসল নষ্ট, বহু মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। ঠিক এমন পরিস্থিতিতেই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ খগেন মূর্মূ। উদ্দেশ্য ছিল বানভাসি মানুষের দুঃখ-দুর্দশা সরেজমিনে দেখা এবং তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া।
কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নিল। স্থানীয় সূত্রে খবর, বিধায়ক ও সাংসদের গাড়ি নাগরাকাটার ভেতর প্রবেশ করার সময় হঠাৎ একদল উত্তেজিত লোক তাঁদের ঘিরে ধরে। অভিযোগ উঠেছে, ওইসময় ইট-পাথরের বৃষ্টি শুরু হয়। মুহূর্তের মধ্যেই ভাঙচুর চালানো হয় শংকর ঘোষের গাড়িতে। গাড়ির জানলার কাঁচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। অভিযোগ বিক্ষোভকারীরা বিজেপি সাংসদ খগেন মুর্মু মাথা নদীর পাথর ছুঁড়়ে ফাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থাতেই তাঁকে গাড়িতে তুলে দেয় তার নিরাপত্তারক্ষীরা। শঙ্কর ঘোষকেও হেনস্থা করে বিক্ষোভকারীরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


