সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে শুনানি হয়েছিল ডিএ মামলার। সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে। চূড়ান্ত রায় পরে ঘোষণা করা হবে।
সোমবার অবশেষে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা। এপর্যন্ত সুপ্রিম কোর্টে প্রায় ২৮-২৯টি শুনানি হয়েছে। একাধিকবার শুনানি পিছিয়ে গিয়েছিল। শেষপর্যন্ত পার্ট হার্ড ম্যাটার তমকা দিয়ে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে। কিন্তু রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট.
25
সুপ্রিম কোর্টের নির্দেশ
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে শুনানি হয়েছিল ডিএ মামলার। সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে। চূড়ান্ত রায় পরে ঘোষণা করা হবে। তবে রাজ্য সরকারকে দুই সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জানাতে হবে। আর আবেদনকারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের তার একসপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জানাতে হবে। তাই মামলাকারীদের অনুমান পুজোর আগে ডিএ মামলার রায়দান সম্ভব নয়।
35
আদালত ছুটি
কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্য়ায় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দুর্গাপুজোর আগে ডিএ মামলার চূড়ান্ত রায়দানের কোনও সম্ভাবনা নেই। দুই পক্ষের নিখিত বক্তব্য জমা দিতে দিতে সুপ্রিম কোর্টে দীপাবলির ছুটি শুরু হয়ে যাবে। তাই আশা করা হচ্ছে আদালত খোলার পর, ৮ অক্টোবরের পরে চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে।
সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জয়ের ব্যাপারে আশাবাদী সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের কথায় সুপ্রিম কোর্ট সরকারি আইনজীবী কপিল সিবালকে বলার জন্য সময় দিয়েছিল। তিনি রাজ্যের আর্থিক অনটনের কথা তুলে ধরেন। কিন্তু তা ধোপে টেকেনি। পাল্টা মামলাকারীরা নিজেদের বক্তব্য সুস্পষ্টভাবে তুলে ধরেছিল।
55
সরকারি কর্মীদের আশা
রাজ্যের সরকারি কর্মীদের আশা সুপ্রিম কোর্টের আগে স্যাট ও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারা জয়ী হয়েছিল। কেন্দ্রের সমান ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই রায়ই অব্যহত থাকবে সুপ্রিম কোর্টে। কারণ আগেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ২৫% ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল।