বুধবার থেকে বাড়বে বৃষ্টি। দক্ষিণের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিমি বেগে হইবে ঝোড়ো হাওয়া। সব মিলিয়ে বুধবার থেকে ফের বদল হতে চলেছে আবহাওয়া। বৃহস্পতি ও শুক্রবার সব জেলাতেই হবে বৃষ্টি।