Weather Update: ফের ঘূর্ণাবর্তের জের, ভাসবে কলকাতা-সহ একাধিক জেলা, জেনে নিন বিস্তারিত

Published : Sep 09, 2025, 06:59 AM IST

পুজোর আগের সপ্তাহে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে গোটা সপ্তাহজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

PREV
16

পুজো আসতে আর ২০ দিনও নেই। পুজোর শপিং নিয়ে ব্যস্ত প্রায় সকলে। শেষ মুহূর্তে বাকি কেনাকাটা। তেমনই জমিয়ে চলছে প্যান্ডেল সজ্জার কাজ। সময় মতো তা শেষ করতে না পারলে সঠিক সময় প্যান্ডেল খোলা যাবে না। তা নিয়ে বেশ চিন্তায় পুজো কমিটির সদস্যরা।

26

এই কদিন পরিষ্কার মেঘমুক্ত আকাশ নাকি ফের রয়েছে বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন। জেনে নিন পুজোর আগের সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া। সদ্য আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল আলিপুর হাওয়া অফিসের আধিকারিক হাবিবুর রহমান।

36

জানা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখা আছে দক্ষিণবঙ্গে। রাঁচি থেকে দিঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলারা পর্যন্ত বিস্তৃত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

46

যার জেরে দক্ষিণবঙ্গের তফের হবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। আজ পর্যন্ত বৃষ্টির পরিমাণ থাকবে কম। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। আজ বাড়বে গরম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

56

বুধবার থেকে বাড়বে বৃষ্টি। দক্ষিণের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিমি বেগে হইবে ঝোড়ো হাওয়া। সব মিলিয়ে বুধবার থেকে ফের বদল হতে চলেছে আবহাওয়া। বৃহস্পতি ও শুক্রবার সব জেলাতেই হবে বৃষ্টি।

66

তেমনই উত্তরবঙ্গে গোটা সপ্তাহজুড়ে চলবে বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে তার পরের সপ্তাহে হবে আবহাওয়া বদল।

Read more Photos on
click me!

Recommended Stories