দেবের এই কথার উত্তর দেন কুণাল। সম্প্রতি দেব আরজি কর ইস্যুতে টলিগঞ্জের শিল্পিদের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিলেন। সেই কথা স্মরণ করিয়ে কুণাল বলেন, 'চলতি পরিস্থিতির কথা যদি বলো, আমরা সৈনিকেরা বিষপান করেও লড়ছি, অপ্রিয় হচ্ছি। যারা দল, সরকারকে গালমন্দ করছে, পেশা ও সৌজন্যের নামে তাঁদের সঙ্গে আদিখ্যেতা করি না'