নাম বিভ্রাট! উইকিপিডিয়ায় দেবাংশু ভট্টাচার্যের নাম পাল্টে হল ভোদাংশু ভট্টাচার্য

আচমকা পাল্টে গেল তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নাম।

Anulekha Kar | Published : May 3, 2024 5:27 AM IST

আচমকা পাল্টে গেল তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নাম। এই নিয়ে তুমুল শোরগোল শুরু হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে। দেবাংশু ভট্টাচার্যের নাম পাল্টে লেখা হয়েছে ভোদাংশু ভট্টাচার্য (চোর)। কিন্তু কীভাবে এই নাম বদলে গেল তা নিয়ে জোর তরজা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কে বা কারা উইকিপিডিয়ায় ঢুকে এই নাম বদল করেছে , তা এখনও পর্যন্ত জানা যায়নি।

তবে এই কাজের জন্য বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলছে তৃণমূল। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উইকিপিডিয়ায় তমলুকের প্রার্থী খোঁজ করতে গেলেই দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে, সিপিআইএমের প্রার্থী সায়ন ব্যানার্জীরও নাম রয়েছে, আর এ আই টি সি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম রয়েছে ভোদাংশু ভট্টাচার্য (চোর )।

Latest Videos

কিন্তু কীভাবে নাম বদলে গেল। তা নিয়েহাসির রোল বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই দেবাংশুকে নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্তেযাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে তমলুক এলাকার মানুষজন দেবাংশুকে রাস্তায় ধরে চোর চোর স্লোগান দিচ্ছে। তাই ইচ্ছাকৃত ভাবে দেবাংশুর সঙ্গে এই কাজ করা হয়েছে বলেই অভিযোগ তৃণমূলের।

Share this article
click me!

Latest Videos

'সরকার বন্যা দুর্গতদের পাশে কোনোদিনই দাঁড়ায়নি, উল্টে কেন্দ্রের টাকা লুট করেছে' বিস্ফোরক Dilip
Suvendu Adhikari : 'পুলিশ তো তৃণমূলের ক্যাডার তাহলে কীভাবে থ্রেট কালচার বন্ধ হবে?' বিস্ফোরক শুভেন্দু
প্রতিবাদের সুর হল আরও তীব্র! আরও কর্মসূচির ঘোষণা জুনিয়র চিকিৎসকদের গণ কনভেনশনে | RG Kar Protest
হুগলির বন্যা মোকাবিলায় এসডিও স্মিতা সান্যাল শুক্লা, নিলেন সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব
'বাংলায় এবার শুধু চাকরিই চাকরি' দেখুন কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | Mamata Banerjee