পশ্চিমবঙ্গে হু হু করে ছড়াচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। কলকাতার চেয়ে গ্রাম বাংলায় এর প্রকোপ আরও বেশি বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
বর্ষা ঢুকতে না ঢুকতেই রাজ্যে হু হু করে ছড়াচ্ছে ডেঙ্গি। গত তিনদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট ৭ দিনে ৫ জন মানুষ মারা গিয়েছেন। মঙ্গলবার একসঙ্গে একদিনে তিনজনের মৃত্যুতে দুশ্চিন্তা প্রবল বেড়ে গিয়েছে। মশাবাহিত রোগের প্রকোপ বাড়ায় তড়িঘড়ি পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। বাংলাদেশ থেকে আগত যাত্রীদের ইমিগ্রেশনে রক্ত পরীক্ষার ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে পুরসভা। রাজ্য সরকারের কাছে আর্জি জানানো হয়েছে যে, ইমিগ্রেশনে বাংলাদেশ থেকে এরাজ্যে আসা যাত্রীদের রক্তপরীক্ষা করা হোক।
সোমবার ডেঙ্গির প্রকোপে এনআরএস হাসপাতালে মারা গিয়েছে এক ১১ বছরের কিশোর। ২১ জুলাই বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল নদিয়ার আরও এক বাসিন্দার। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, শহরের তুলনায় গ্রামে গ্রামে এই রোগের প্রাদুর্ভাব রয়েছে অনেক বেশি। এর একটা কারণ হতে পারে পঞ্চায়েত ভোট। অন্যান্য বছরগুলিতে বর্ষাকাল এলেই সমস্ত এলাকায় মশা নিধনের তৎপরতা শুরু হয়ে যায়। এই বছর জুলাই মাসে পঞ্চায়েত নির্বাচন হয়ে বলে মশার লার্ভা ধ্বংস করা, সচেতনতামূলক প্রচার চালানোর কাজ খুব বেশি করা হয়নি, বোর্ড তৈরি হয়নি। এর ফলে ডেঙ্গি সচেতনতায় ঘাটতি পড়েছে।
কলকাতা শহরে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করছে কলকাতা পুরসভা। মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে জরুরি বৈঠক ডেকেছেন মেয়র ফিরহাদ হাকিম। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বুধবার কলকাতা পুরসভার সমস্ত আধিকারিককে এই বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মশার লার্ভা জন্মানো আটকানোর জন্য লালবাজারের তরফে বিশেষ অ্যাডভাইজরি জারি করা হয়েছে। লালবাজারের তরফ থেকে শহরের সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যে, থানার সামনে বাজেয়াপ্ত করে রাখা গাড়িগুলির ভিতরে যেন কোনওভাবে জল না জমে। এছাড়া, থানার অন্তর্গত এলাকায় কোথাও যেন জল না জমে, সেই দিকে নজর রাখার কথা বলা হয়েছে। এছাড়া সমস্ত আবর্জনা সরানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-
রাজ্য সরকারের ৩টি দফতরে সিবিআইয়ের চিঠি, নিয়োগ দুর্নীতিতে বড়সড় পদক্ষেপ নিল তদন্তকারী সংস্থা
Weather News: বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বাড়বে কোন কোন জেলায়? দেখে নিন আজকের আবহাওয়ার আপডেট
সুইডেন, ডেনমার্কে পোড়ানো হয়েছে কোরান, রাগে ফুঁসছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলি