সোমবার অধিবেশন কক্ষে ডেঙ্গি নিয়ে বিজেপির প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, পঞ্চায়েত বোর্ড না গঠন হওয়ার কারণেই কাজ করতে পারছে না
'পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ার কারণেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ', বিধানসভার অধিবেশনে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অধিবেশন কক্ষে ডেঙ্গি নিয়ে বিজেপির প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, পঞ্চায়েত বোর্ড না গঠন হওয়ার কারণেই কাজ করতে পারছে না পঞ্চায়েত। ফলত পরিস্থিতি সামাল দিতে সমস্যা দেখা দিচ্ছে। এদিন অধিবেশন কক্ষে মমতা বলেন,'পঞ্চায়েত বোর্ড না গঠন হওয়ার কারণেই সমস্যা হচ্ছে। পঞ্চায়েত কাজ করতে পারছে না।'
এছাড়া বিধাননগরে ডেঙ্গির প্রকোপের ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বলেন,'বিধাননগরের মেট্রোর কাজের জন্য খোঁড়াখুঁড়ি চলছে। ফলে সেখানে জল জমে বেশি ডেঙ্গি হচ্ছে।' পুরসভাগুলিকে মশাবাহিত রোগ প্রতিরোধের দায়িত্ব নিয়ে কাজ করার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বৃহস্পতিবারই ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য ডাকা হয় দুই পর্যায়ে বৈঠক। এদিন স্থির হয় সর্বস্তরে ডেঙ্গি প্রতিরোধ এবং চিকিৎসারপ্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে। এছাড়া শুরু হয়েছে এলাকা পরিচ্ছন্ন রাখা এবং সচেতনতা প্রচারের কাজ। সরকারি হাসপাতালে বিনা মূল্যে ডেঙ্গি পরীক্ষার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্যভবনের জনস্বাস্থ্য বিভাগের কর্তা এবং কলকাতা-সহ বাকি জেলাগুলির স্বাস্থ্য আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। এছাড়া রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির সুপার এবং অধ্যক্ষরাও থাকবেন।
কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
কলকাতার জমা বিভিন্ন জায়গায় জমা জল ডেঙ্গির প্রকোপ বাড়ার বড় কারণ। তাই এখন জায়গায় জায়গায় জমে থাকা নোংরা জল পরিষ্কার করা একটা বড় কাজ। ইতিমধ্যেই শহরে নোংরা জল পরিষ্কারের কাজও শুরু হয়েছে। পাশাপাশি দেওয়া হচ্ছে অন্যান্য পদক্ষেপও। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার বৈঠকেও বসেছে স্বাস্থ্যভবন। এদিনের বৈঠকে মূলত দুটি বিষয় আলোচনা করা হয়েছে, রাজ্যের বর্তমান ডেঙ্গি পরিস্থিতি এবং মোকাবিলা। এই মুহূর্তে হাওড়া, কলকাতা, নদিয়া, দুর্গাপুর মহকুমা, মুর্শিদাবাদ, বোলপুর মহকুমা-সহ বেশ কয়েকটি জায়গা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রসাশন। উত্তর ২৪ পরগনা জেলায় প্রতি বছরই বেশি থাকে ডেঙ্গির প্রকোপ। তাই এই জেলায় বিশেষ নজর দেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে জমা জল সরানো এবং মশার লাভার নষ্ট করার কাজ। ডেঙ্গির প্রকোপ রুখতে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের পুরপ্রতিনিধিদের পথে নেমে কাজ করার আবেদন জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।