নবমীর পর দশমীতেও কি ভাসবে কলকাতা? দক্ষিণবঙ্গে কদিন চলবে বৃষ্টি? জেনে নিন এক ক্লিকে

Published : Oct 02, 2025, 06:56 AM IST

নবমীর বিকেলে বৃষ্টির পর দশমীতেও কি রেহাই মিলবে? হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে আগামী তিনদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

PREV
15

পুজোর মধ্যে বৃষ্টি আশঙ্কার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সে কারণে আতঙ্কে ছিলেন সকলে। তাই মহালয়ার পর থেকেই অনেকে সেরে ফেলেছিলেন প্যান্ডেল হপিং। গতকাল থেকে সত্যি হল সেই আশঙ্কা। নবমীর বিকেলে ঘনিয়ে এল রাত। কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় নেমেছিল বৃষ্টি। পুজোয় ঠাকুর দেখতে বেবিয়ে বিপাকে পড়েছিলেন অনেকে।

25

নবমীর পর দশমিতেও কি হবে বৃষ্টি? এই প্রশ্ন সকলের মনে। এবার দশমীর আবহাওয়া নিয়ে বিস্তারিত জানাল হাওয়া অফিস। আগেই জানানো হয়েছিল নিম্নচাপের কথা। যা বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

35

এদিকে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে কলকাতা ও দক্ষিণের জেলায় দেখা মেলেনি বৃষ্টির। যদিও অষ্টমীর বিকেলের দিক থেকে পরিবর্তন হতে থাকে আবহাওয়ার। শেষে অষ্টমীতে বিকেলের দিকে কলকাতা-সহ আশপাশের জেলাগুলোতে মাঝারি বৃষ্টি দেখা যায়। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছেন, আজ বুধবার নবমীতে নিম্নচাপের শক্তি আরও বাড়বে। সেই মতো এবারও শুরু হল বৃষ্টি।

45

সূত্রের খবর, আগামী তিনদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তেমনই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়াতে হতে পারে ভারী বৃষ্টি।

55

সূত্রের খবর, কলকাতায় আজ থেকেই বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টি চলবে ৩ তারিখ পর্যন্ত। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

Read more Photos on
click me!

Recommended Stories