এদিকে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে কলকাতা ও দক্ষিণের জেলায় দেখা মেলেনি বৃষ্টির। যদিও অষ্টমীর বিকেলের দিক থেকে পরিবর্তন হতে থাকে আবহাওয়ার। শেষে অষ্টমীতে বিকেলের দিকে কলকাতা-সহ আশপাশের জেলাগুলোতে মাঝারি বৃষ্টি দেখা যায়। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছেন, আজ বুধবার নবমীতে নিম্নচাপের শক্তি আরও বাড়বে। সেই মতো এবারও শুরু হল বৃষ্টি।