হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা দারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। এই চার জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। তেমনই ভারী বৃষ্টির আশঙ্কা আছে উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও নদিয়ায়।